[ad_1]
টস জিতে ইন্ডিয়া ক্যাপিটালসকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান বীরেন্দ্র সেহওয়াগ। ইডেন বেল বাজিয়ে ম্যাচ শুরুর সংকেত দেন রবি শাস্ত্রী। ইন্ডিয়া ক্যাপিটালসের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে টস জিতল গুজরাট জায়ান্টস। টস জিতে বীরেন্দ্র সেহওয়াগ শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ইন্ডিয়া ক্যাপিটালসকে। উল্লেখ্য, গম্ভীর নন, ইন্ডিয়া ক্যাপিটালসকে এই ম্যাচে নেতৃত্ব দিতে নামেন জ্যাক কালিস।
হ্যামিস্টন মাসাকাজদাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন সলোমন মায়ের। বোলিং শুরু করেন অশোক দিন্দা। শুরুতেই তিনি ওয়াইড বল করেন। প্রথম বলেই চার মারেন মায়ের। চতুর্থ বলে আরও একটি চার মারেন তিনি। প্রথম ওভারে ১১ রান ওঠেয
দ্বিতীয় ওভারে বল করতে আসেন কেপি আপান্না। প্রথম বলেই চার মারেন মাসাকাদজা। ওভারে ৬ রান ওঠে। ২ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর বিনা উইকেটে ১৭ রান।
৩.১ ওভারে কেপি আপান্নার বলে গ্রেম সোয়ানের হাতে ধরা পড়েন হ্যামিল্টন মাসাকাদজা। ৯ বলে ৭ রান করে মাঠ ছাড়েন হ্যামিল্টন। ইন্ডিয়া ক্যাপিটালস ১৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যাপ্টেন জ্যাক কালিস।
৩.৫ ওভারে কেপি আপান্নার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন জ্যাক কালিস। ৪ বলে খেলেও খাতা খুলতে পারেননি তিনি। ইন্ডিয়া ক্যাপিটালস ১৯ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীনেশ রামদিন। আপান্না ২ ওভারে ৭ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
৪.৪ ওভারে এমরিতের বলে কেভিন ও’ব্রায়েনের হাতে ধরা পড়েন সলোমন মায়ের। ২টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৯ রান করে মাঠ ছাড়েন তিনি। ইন্ডিয়া ক্যাপিটালস ২১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সুহেল শর্মা। এমরিত ২ ওভারে ৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।
ষষ্ঠ ওভারে মিচেল ম্যাকক্লেনাঘানের বলে ২টি চার মারেন রামদিন। ওভারে মোট ১২ রানে ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভারে ইন্ডিয়া ক্যাপিটালস ৩ উইকেটে ৩৩ রান সংগ্রহ করে।
সপ্তম ওভারে বল করতে আসেন গ্রেম সোয়ান। তিনি ওভারের দ্বিতীয় বলেই সুহেল শর্মার উইকেট তুলে নেন। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি শর্মা। তাঁর ক্যাচ ধরেন বিসলা। ইন্ডিয়া ক্যাপিটালস ৩৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাশলে নার্স। ৭ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৩৬ রান।
৮.৩ ওভারে গ্রেম সোয়ানকে ছক্কা হাঁরিয়ে ইন্ডিয়া ক্যাপিটালসকে দলগত ৫০ রানের গণ্ডি পার করান রামদিন। ওভারের শেষ বলে ১টি চার মারেন নার্স। ওভারে মোট ১৩ রান ওঠে। ৯ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৫৭ রান। রামদিন ২৪ রানে ব্যাট করছেন।
১১ ওভারে ইন্ডিয়া ক্যাপিটালসের স্কোর ৪ উইকেটে ৭৩ । ১১.৫ ওভারে থিসারা পেরেরার বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন দীনেশ রামদিন। ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন রামদিন। ক্যাপিটালস ৭৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রজত ভাটিয়া।
সুপার সাব হিসেবে ব্যাট করতে নামা রজত ভাটিয়া গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন। ১১.৬ ওভারে পেরেরার বলে উইকেটকিপার পার্থিবের দস্তানায় ধরা পড়েন ভাটিয়া। ক্যাপিটালস ৭৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন লিয়াম প্লাঙ্কেট।
১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় ইন্ডিয়া ক্যাপিটালস। তাদের স্কোর ৬ উইকেটে ১০৫ রান। দিন্দার ওভারে ১৫ রান ওঠে। ১টি চার ও ১টি ছক্কা মারেন নার্স। তিনি ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪১ রান করেছেন। ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অ্যাশলে নার্স।
৭তম ওভারে এমরিতের প্রথম ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন নার্স। চতুর্থ বলে চার মারেন প্লাঙ্কেট। পঞ্চম বলে আপান্নার হাতে ধরা পড়েন লিয়াম। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৫ রান করে মাঠ ছাড়েন প্লাঙ্কেট। ইন্ডিয়া ক্যাপিটালস ১৩৮ রানে ৭ উইকেট হারায়।
১৮তম ওভারে ১০ রান খরচ করেন মিচেল ম্যাকক্লেনাঘান। ২টি চার মারেন নার্স। ১৯তম ওভারে ১৫ রান খরচ করেন এমরিত। ২টি ছক্কা মারেন নার্স। ১৯ ওভার শেষে ক্যাপিটালসের স্কোর ৭ উইকেটে ১৬৩ রান। নার্স ৮টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৯০ রান করেছেন। ৮টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ৪১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন অ্যাশলে নার্স।
এই প্রতিবেদন লেখার সময় সর্বশেষ স্কোরঃ ২০ ওভার শেষে ৭ উইকেত হারিয়ে ১৮০ রানের টার্গেট ছুড়ে দিল
[ad_2]