ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

৮ ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচারে নতুন জীবন পেলেন বারাসাতের কিশোর স্বপ্নিল বিশ্বাস

৮ ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচারে নতুন জীবন পেলেন বারাসাতের কিশোর স্বপ্নিল বিশ্বাস
৮ ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচারে নতুন জীবন পেলেন বারাসাতের কিশোর স্বপ্নিল বিশ্বাস
Rate this post

টানা ৮ ঘন্টার ম্যারাথন অস্ত্রোপচারে নতুন জীবন পেলেন বারাসাতের কিশোর স্বপ্নিল বিশ্বাস। আপাতত সুস্থ রয়েছেন ওই কিশোর।

জানা গিয়েছে, জল ভেবে ভুল করে রাসায়নিক খেয়ে ফেলেছিলেন ১৬ বছরের স্বপ্নিল।যার জেরে তাঁর দু’টো ফুসফুসই বিকল হয়ে যায়। এরপর শ্বাসকষ্ট নিয়ে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু, পরিস্থিতির অবনতি হওয়ায় স্বপ্নিলকে মেডিকা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রতিস্থাপন যোগ্য ফুসফুস না পাওয়া পর্যন্ত টানা ৩৬ দিন একমো সাপোর্টে রাখা হয়েছিল কিশোরকে। সেভাবেই কৃত্রিমভাবে ফুসফুস ও হৃদযন্ত্র সচল রাখা হয়।শনিবার ভুবনেশ্বরে ব্রেন ডেড হওয়া এক ব্যক্তির ফুসফুস আনা হয় কলকাতায়। সেদিন রাত থেকে রবিবার পর্যন্ত টানা ৮ ঘন্টা ধরে চলে জটিল অস্ত্রোপচার। সফল অস্ত্রোপচারের নেপথ্যে রয়েছেন চিকিত্‍সক কুণাল সরকার, সপ্তর্ষি রায় ও সৌম্যজিত্‍ বসু।

অস্ত্রোপচার প্রসঙ্গে ডঃ কুণাল সরকার বলেছেন, ‘ফুসফুস প্রতিস্থাপনের সময় আসলে একসঙ্গে দুটি অঙ্গকে প্রতিস্থাপন করতে হয়। সময়ও থাকে অল্প। এই অস্ত্রোপচারের নানান জটিলতা রয়েছে। ইনফেকশনের ভয় থাকে। অক্সিজেন লেভেল বজায় রাখতে হয়। অস্ত্রোপচারের পরেও রোগীর খেয়াল রাখতে হয়’।

Leave a Reply