ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ছয় ছক্কার ১৫ বর্ষপূর্তি, ছেলেকে নিয়ে নিজের গড়া ইতিহাসে চোখ রাখলেন যুবরাজ, ভিডিও

ছয় ছক্কার ১৫ বর্ষপূর্তি, ছেলেকে নিয়ে নিজের গড়া ইতিহাসে চোখ রাখলেন যুবরাজ, ভিডিও

[ad_1]

যুবি অনুরাগীদের কাছে ১৯ সেপ্টেম্বর দিনটি উদযাপন করার মতো একটা দিন। ২০০৭ সালের বিশ্বকাপের সেই কীর্তি ফের একবার ছুঁয়ে দেখলেন যুবরাজ। টিভির পর্দায়। সঙ্গী হল ছোট্ট ওরিয়ন কিচ সিং।

১৫ বছর আগে আজকের দিনেই ইংল্যান্ডের বিরুদ্ধে ডারবানের কিংসমিডে এক অবিশ্বাস্য ব্যাটিংয়ের সাক্ষী থেকেছিল ক্রিকেট বিশ্ব। ভারতীয় ক্রিকেটের তারা যুবরাজ সিংয়ের ব্যাটে ছয় ছক্কা ।

তোলপাড় ফেলে দিয়েছিলেন। যুবি অনুরাগীদের কাছে ১৯ সেপ্টেম্বর দিনটি উদযাপন করার মতো একটা দিন। ২০০৭ সালের বিশ্বকাপের সেই কীর্তি ফের একবার ছুঁয়ে দেখলেন যুবরাজ। টিভির পর্দায়।

সঙ্গী হল ছোট্ট ওরিয়ন কিচ সিং। যুবির ৯ মাসের ছেলে! কোলে বসে বিখ্যাত বাবার কীর্তি উপভোগ করল সে। হাঁ করে চেয়ে রইল টিভি সেটের দিকে।

ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেটের যুবরাজ লিখলেন, “১৫ বছর পর সেই কীর্তি দেখার এর থেকে ভালো পার্টনার আর কেউ হতেই পারে না।” মিষ্টি ভিডিওটির মন্তব্য বাক্স ভরে গিয়েছে অনুরাগীদের শুভেচ্ছা আর ভালোবাসায়।

শিখর ধাওয়ান লিখলেন, “ভগবান ওর মঙ্গল করুন।” ইরফান পাঠান মজার মন্তব্য, “একরত্তি তোমার ব্যাটিং টেকনিক খুব মনোযোগ দিয়ে দেখছে। সেদিকে ফোকাস করো।”

সেদিন বিধ্বংসী যুবরাজের শিকার হয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। ১৯তম ওভারে বল হাতে আসেন ব্রড। সেদিনের ওই খুনে ইনিংসের আগে ইংরেজ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে তপ্ত বাদানুবাদ হয় যুবির।

ব্রড তখন ইংল্যান্ড টিমে সদ্য পা রাখা এক তরুণ। যুবির সব রাগ গিয়ে পড়ে তাঁর উপর। প্রথম বলটা মিড উইকেটের উপর দিয়ে সোজা বাউন্ডারির বাইরে। ওভারের বাকি পাঁচটি ডেলিভারির ঠিকানা হয় সেখানেই।

দ্বিতীয় বলটা ব্যাকওয়ার্ড স্কয়্যার লেগ, একস্ট্রা কভার দিয়ে তৃতীয় বলটাও উড়ে গিয়ে পড়ে গ্যালারিতে। ভারতীয় দর্শকরা উদ্বেল। প্রমাদ গুণছে ইংল্যান্ড। তরুণ ব্রডের মুখ শুকিয়ে আমসি।

চাপ সামলাতে না পেরে চতুর্থ ডেলিভারি দেন ফুলটস। যুবিকে পায় কে? এবার তো পরিস্থিতি হাতের বাইরে। ব্রডের চারপাশে জড়ো হয়ে সকলে মূল্যবান মতামত দিলেন। সবার পরামর্শ নিয়ে ফের বল হাতে ব্রড। তাতে যুবির থোড়াই কেয়ার। মিউ উইকেটের উপর দিয়ে ওভারের পঞ্চম ছক্কা হাঁকান। শেষ ছয়টি মিড অনের উপর দিয়ে…

টি-২০ ক্রিকেটের রমরমার যুগে ছয় বলে ছক্কার নজির এখন অনেকেরই ঝুলিতে। যা আজ থেকে ১৫ বছর আগে করে দেখিয়েছিলেন এক ভারতীয়।

যুবির পর এক ওভারে ছয় ছক্কার কীর্তি আর কোনও ভারতীয়র নেই।মাত্র ১২ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন তিনি। যুবির সেদিনের তাণ্ডব এখনও ক্রিকেটপ্রেমীদের কাছে সমান উপভোগ্য।



[ad_2]

Leave a Reply