ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

Recipe: সকালের ব্রেকফাস্টে থাক চিকেন মাশরুম স্যুপ, শিখেনিন স্বাস্থকর খাবারের সহজ রেসিপি

Recipe: সকালের ব্রেকফাস্টে থাক চিকেন মাশরুম স্যুপ, শিখেনিন স্বাস্থকর খাবারের সহজ রেসিপি
Rate this post

[ad_1]

উপকরণ
১. মাশরুম ১ কাপ
২. হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ
৩. ডিমের কুসুম ৪টি
৪. মাখন পরিমাণমতো
৫. দুধ ১ কাপ
৬. গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
৭. লবণ পরিমাণমতো
৮. ধনেপাতা পরিমাণমতো
৯. জল ৪ কাপ
১০. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ

পদ্ধতি
প্রথমে হালকা গরম জলে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর মাশরুমগুলো টুকরো করে কেটে রাখুন। মাঝারি আঁচে প্যান বসিয়ে তাতে কিছুটা মাখন দিন। মাখন গলে গেলে মাশরুম দিয়ে ভাজুন। এরপর প্যানে মুরগির মাংস এবং জল দিয়ে ফোটাতে থাকুন।

মাংস সেদ্ধ হলে ডিমের কুসুমগুলো দিয়ে মিশিয়ে ঢেকে রান্না করুন কিছুক্ষণ। জল কিছুটা কমে এলে দুধ, গোলমরিচ ও স্বাদ অনুযায়ী লবণ দিন। কর্নফ্লাওয়ার কিছুটা জলে মিশিয়ে স্যুপে ঢেলে ঘন ঘন নাড়তে থাকুন। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। স্যুপ আপনার পছন্দমতো ঘন হলে নামিয়ে নিন। এবার গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন মাশরুম স্যুপ।

[ad_2]

Leave a Reply