ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পশ্চিমবঙ্গে এয়ারপোর্টে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ 2023 – AAI Security Screeners Recruitment 2023

AAI Security Screeners Recruitment 2023
AAI Security Screeners Recruitment 2023
Rate this post

পশ্চিমবঙ্গে এয়ারপোর্টে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ 2023 – AAI Security Screeners Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য সুবর্ন সুযোগ রয়েছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এর পক্ষ থেকে Security Screeners পদে নিয়োগ করানো হবে। এখানে মোট ২৫ টি শূন্যপদ রয়েছে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে। সারা ভারতের চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গে এয়ারপোর্টে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ 2023 – AAI Security Screeners Recruitment 2023

নিয়োগ সংস্থাAirports Authority of India
পদের নামSecurity Screeners
মোট শূন্যপদ২৫ টি
বেতন (₹)১৫,০০০/-
আবেদন মোডইন্টারভিউ
স্থানসারা ভারত
ওয়েবসাইটwww.aai.aero

পশ্চিমবঙ্গে এয়ারপোর্টে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ 2023 – AAI Security Screeners Recruitment 2023

AAI Security Screeners Recruitment 2023 পদের নাম

এখানে এয়ারপোর্ট অথরিটি ও ইন্ডিয়া পক্ষ থেকে Security Screeners পদে নিয়োগ করানো হবে।

AAI Security Screeners Recruitment 2023 মোট শূন্যপদ

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ২৫ টি শূন্যপদ রয়েছে।

AAI Security Screeners Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে Security Screeners পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস সহ BCAS Screener সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ইংরেজি, হিন্দি ভাষায় পড়তে ও বলতে জানতে হবে, তাহলে আবেদন যোগ্য।

AAI Security Screeners Recruitment 2023 বয়সসীমা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ৫০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেনী প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

AAI Security Screeners Recruitment 2023 বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

AAI Security Screeners Recruitment 2023 আবেদন পদ্ধতি

এখানে Security Screeners পদে আগে থেকে আবেদন করা প্রয়োজন নেই। আবেদনকারী চাকরি প্রার্থীরা ইন্টারভিউ দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে।

AAI Security Screeners Recruitment 2023 ইন্টারভিউ স্থান

Conference Hall, 1st Floor AAI, OId Terminal Building, S.V. Airport, Raipur – 492015

AAI Security Screeners Recruitment 2023 ইন্টারভিউ তারিখ

এখানে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়াতে Security Screeners পদে আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ১২ জুন ২০২৩ তারিখ।

AAI Security Screeners Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

AAI Security Screeners Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত৩১.০৫.২০২৩
ইন্টারভিউ তারিখ১২.০৬.২০২৩

Leave a Reply