আলো স্কলারশিপ 2022: আলো ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের একটি অলাভজনক সংস্থা। 2012 সালে এই আলো নামক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের 2007 সালে ব্যাচের ছাত্রছাত্রীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। পরবর্তীতে আরো অনেক ব্যক্তি এই আলো ফাউন্ডেশনের সাথে জড়িত হয়। এর আলো ফাউন্ডেশনের উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সুবিধা বঞ্চিত ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশুনার খরচ নিয়ে সহায়তা করা এবং এই স্কলারশিপ (Aalo Scholarship 2022) প্রদান করা। যার ফলে কোন দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীর অর্থের অভাবে লেখাপড়া বন্ধ না হয়ে যায়।
কিছুদিন আগেই মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। অনেক শিক্ষার্থীই মাধ্যমিকে ভালো মেধার পরিচয় দিলেও তাদের আর্থিক অবস্থা তাদের পরবর্তী স্তরের পড়াশোনায় অন্তরায় হয়ে দাঁড়ায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সুবিধাবঞ্চিত ও দরিদ্র, মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক অবস্থা যাদের তাদের পড়াশোনার অন্তরায় না হয়ে দাঁড়ায়, তার জন্য রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের ২০০৭ সালের ব্যাচের ছাত্র-ছাত্রীদের দ্বারা আলো স্কলারশিপ (Aalo Scholarship) প্রদান করা হয়।
বর্তমানে আলো ফাউন্ডেশন (স্থাপিত:২০১২) পশ্চিমবঙ্গের যথেষ্ট পরিচিত একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের ২০০৭ সালের ব্যাচের ছাত্র ছাত্রীদের দ্বারা পরিচালিত হয়। অর্থের অভাবে যাতে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয় তা দেখাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য দরিদ্র এবং সুবিধাবঞ্চিত ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সাহায্যার্থে আলো স্কলারশিপ প্রদান করা হয়। আপনার ক্ষেত্রেও যদি আপনার পরিবারে আর্থিক অবস্থা আপনার পড়াশোনার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় তবে আজই আবেদন করুন স্কলারশিপের অনুদানের জন্য।
আলো স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি – Aalo Scholarship 2022
বিষয় | বিবরণ |
---|---|
স্কলারশিপের নাম | Aalo Scholarship |
পরিচালনায় | Aalo Foundation |
প্রযোজ্য | উচ্চ মাধ্যমিকে পড়া ছাত্রছাত্রী |
আবেদন শুরু | সেপ্টেম্বর |
আবেদন শেষ | অক্টোবর |
আবেদনের মাধ্যম | অফলাইন ও অনলাইন |
ওয়েবসাইট | http://aalo.org.in/ |
ঠিকানা | Aalo Charity Organisation C/o- Tanmoy Sinha 81 Indra Biswas Road, Kolkata- 700037 West Bengal India |
আলো স্কলারশিপ 2022 প্রয়োজনীয় যোগ্যতা
1. এই স্কলারশিপের আবেদন করার ক্ষেত্রে আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2. মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
3. মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অবশ্যই কলা (Arts) বিভাগের ৭০ শতাংশ নম্বর এবং বিজ্ঞান এবং বাণিজ্য (Science & Commerce) বিভাগে ৭৫ শতাংশ নম্বর সহকারে উত্তীর্ণ হতে হবে।
4. যে সকল ছাত্র-ছাত্রী ২০২২ সালে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছেন তারাই কেবলমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি
আলো স্কলারশিপ 2022 আর্থিক অনুদানের পরিমাণ
এই স্কলারশিপের আবেদনকারী ছাত্রছাত্রীরা বার্ষিক ৭২০০ টাকা করে পাবেন।
আলো স্কলারশিপের আবেদন পদ্ধতি
এই স্কলারশিপের জন্য কেবলমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
1. আলো ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট http://aalo.org.in/ এ যেতে হবে।
2. এরপর মেনু থেকে স্কলারশিপ অপশনে ক্লিক করুন।
3. এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে সেখানে আপনি আলো স্কলাশিপের বার্ষিক অনুদানের জন্য প্রয়োজনীয় ফর্মটি পাবেন।
4. এই ফর্মটিতে আপনার নাম, ঠিকানা, পরিবারের বার্ষিক আয়, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, অ্যাকাডেমিক ডিটেইলস ইত্যাদি সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করুন।
5. এরপর সাবমিট অপশনে ক্লিক করুন।
ফর্মটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করার পর আপনার ইমেইল অ্যাড্রেসে একটি কনফার্মেশন মেইল আসবে। সেটি অবশ্যই রেখে দেবেন।
আলো স্কলারশিপ 2022 নির্বাচনের পদ্ধতি
আবেদনকারী ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার নম্বর, পরিবারের বাৎসরিক আয় ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো পর্যালোচনা করার মাধ্যমে উপযুক্ত ছাত্র-ছাত্রীদের নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের নামের তালিকা ২০২২ সালের নভেম্বর মাসে প্রকাশ করা হবে।
এরপর নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা অনুদান পাবেন আলো ফাউন্ডেশনের তরফে। আলো স্কলারশিপের অনুদান কোন কোন ছাত্র-ছাত্রী পেতে চলেছেন তাদের নামের লিস্ট ফাউন্ডেশনের তরফে এই ওয়েবসাইটেই http://aalo.org.in/ প্রকাশ করা হবে।
আলো স্কলারশিপ 2022 আবেদন শুরুর তারিখ
২০২২ সালের আগস্ট মাসে আলো স্কলারশিপের জন্য আবেদন শুরু হবে।
আরও পড়ুনঃ জিপি বিড়লা স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি