Bengaliportal: সবে তিন দফা নির্বাচন হয়েছে। ১০ এপ্রিল চতুর্থ দফার ভোটগ্রহণ। সময়ের সঙ্গে সঙ্গে ভোটের উত্তাপ বেড়ে চলেছে। সেই উত্তাপ ইনস্টাগ্রাম প্রোফাইলে আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। স্লিভলেস গাউনে স্টিল ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন টলিপাড়ার নায়িকা। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে উষ্ণতা বাড়িয়েছেন অভিনেত্রী।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
অফ শোল্ডার গাউনটিতে রয়েছে গোলাপি রঙের ছোঁয়া। উন্মুক্ত বক্ষ বিভাজিকায় যেন গা এলিয়েছে এলোমেলো চুল। রূপের এই আগুনেই নেটদুনিয়া মাতিয়েছেন নুসরত।
ছবিটি তুলেছেন ফটোগ্রাফার সুমন নন্দী। স্টাইলিস্ট রুদ্র সাহা। তিনটি ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “প্রত্যেক হৃদয়ের মধ্যেই একটি স্বপ্ন লুকিয়ে থাকে, স্বপ্নের কারিগররা তা জানেন। সব মেয়েই রাজকুমারী।”