Almora Urban Co-operative Bank Jobs 2022: Almora Urban Co-operative Bank Almora Urban Co-operative Bank Jobs 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Almora Urban Co-operative Bank Jobs 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
Almora Urban Co-operative Bank Jobs 2022: ইন্টারভিউ দিয়ে ব্যাঙ্কে সরাসরি চাকরি, আজই আবেদন করুন
ব্যাঙ্কে চাকরি কে না চায়! বেশিরভাগ মানুষই ভাবেন একবার ব্য়াঙ্কে চাকরি পেয়ে বাকিটা জীবনটা নিশ্চিত। এই ভাবনা বাস্তবায়িত হওয়ার অপেক্ষায় বসে থাকার দিন শেষ। চাকরি প্রার্থীদের জন্য ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ। কেরানি ও বিশেষ আধিকারিক, দুই পদেই ১০০ টির মতো শূন্যপদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে আশা কর্মী নিযোগ
শূন্যপদ:
১০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
পদের নাম:
কেরানি (Clerks) ও বিশেষ আধিকারিক (Special Officer)
ব্যাঙ্কের নাম:
আলমোরা আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ক (Almora Urban Co-operative Bank)
চাকরির সময়কাল:
স্থায়ী ও পুরো সময়ের জন্যই এই পদে নিয়োগ করা হবে।
কর্মস্থল:
আলমোরা, উত্তরাখণ্ড
শিক্ষাগত যোগ্যতা:
সকল চাকরিপ্রার্থীদের স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটার অ্য়াপ্লিকেশনে স্নাতকোত্তর করতে হবে। বা কোনও অনুমোদিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এর সমসাময়িক কোনও ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা:
১ এপ্রিল ২০২২ অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় থাকবে। বয়সে ছাড়ের বিষয়ে বিস্তারতি জানতে এখানে ক্লিক করুন।
আবেদন মূল্য:
১৫০০ টাকা ফি দিতে হবে। অনলাইনেই আবেদনকারীরা এই ফি জমা করতে পারবেন।
নির্বাচনের পদ্ধতি:
নথিপত্র যাচাইকরণ করা হবে। তারপর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে আবেদনকারীদের। ইন্টারভিউয়ের ভিত্তিতেই যোগ্য ও চূড়ান্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ:
১২ জুন ২০২২
Important Link
Official Website: Click Here
Notification: Click Here
Application Form: Click Here
প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।