[ad_1]
নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড হতে দেখা যায় এবং সেগুলি ভাইরাল হতে দেখা যায়। মূলত সেই সকল ভিডিওগুলির মধ্যে আলাদা বিশেষত্ব থাকার কারণে সোশ্যাল মিডিয়ার দর্শকদের আলাদাভাবে নজর কাড়ে এবং ভাইরাল হয়। ঠিক সেই রকমই এবার একটি জলপ্রপাতের ভিডিও ভাইরাল হয়েছে।
আগামী ১৫ আগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। স্বাধীনতার এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বছর ভর চলছে আজাজি কা অমৃত মহোৎসব। এই সকল অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে আবেদন রেখেছেন ঘরে ঘরে এই দিন পতাকা উত্তোলনের।
তবে এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় এই যে তেরঙ্গা জলপ্রপাতের ভিডিওটি ভাইরাল হয়েছে তা আলাদাভাবেই নজর কেড়েছে। স্বাভাবিকভাবেই এই ভিডিওটি হতবাক করেছে সোশ্যাল মিডিয়ার দর্শকদের। শুধু সোশ্যাল মিডিয়ার দর্শকদের হতবাক করেছে এমনটা নয়। পাশাপাশি হতবাক করেছে সেখানে উপস্থিত মানুষদেরও। কারণ ঘটনাস্থলে তাদের উল্লাস দেখে বোঝা যায় তারা কতটা উচ্ছ্বসিত।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি জলপ্রপাতের সামনে বহু মানুষ দাঁড়িয়ে রয়েছেন। সেই জলপ্রপাত থেকে দুধ সাদা জল নেমে আসতে আসতে হঠাৎ তার রং পরিবর্তন হয়ে যায়। হঠাৎ সেই জলপ্রপাতের জলের রং তেরঙ্গার রং ধারণ করে। একদিকে গেরুয়া জল, মাঝে সাদা এবং একদিকে সবুজ রঙের জল।
Waterfall painted in the colors of tricolor…watch this amazing video!
#HarGharTiranga #IndependenceDay #ViralVideo #AzadiKaAmritMahotsav pic.twitter.com/Ddorz4akrc
— Jyoti Singh (@Jyoti789Singh) August 8, 2022
যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই জলপ্রপাতের ভিডিওটি কোন জায়গার তা বোঝা যায়নি। তবে এই জলপ্রপাত যে ভারতেরই কোন এক জায়গার হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
[ad_2]