বেঙ্গলি পোর্টাল : আফগনিস্তানের আকাশে জমেছে আতঙ্কের কালো মেঘ, মানুষ সবসময় নিজের জীবন কে বাজি রেখে লড়ে চলেছে বেঁচে থাকার তাগিদে আর তার মাঝেই বৃহস্পতিবার একর পর এক বিস্ফোরণে কেঁপে উঠলো কাবুল বিমানবন্দর । সূত্র মারফত জানা গিয়েছে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণের পিছনে রয়েছে পাক মদতপুষ্ট হাক্কানি নেটওয়ার্কের এক সদস্য । এই ঘটনার ঠিক পরেই কাবুল বিমানবন্দর চত্বর থেকে গ্রেফতার করা হয় এক সন্দেহভাজন যুবককে যিনিও হাক্কানি নেটওয়ার্কের অন্যতম সদস্য ।
বিভিন্ন সংবাদসূত্র এবং আন্তর্জাতিক মহল থেকে এটাই অনুমান করা হচ্ছে হাক্কানি গ্রুপ এবং পাকিস্তানের মদতে আগামী দিন গুলোতেও এমন হামলা আরো ঘটতে পারে । বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসাবাদ থেকে জানা গিয়েছে যে সে পাকিস্তানের বাসিন্দা, মানববোমা সেজে বিমানবন্দরে সে পৌছায় এবং নিজের লক্ষ্য পূরণ করার আগেই তাকে গ্রেফতার করা হয় ।
শেষ পাওয়া খবর অনুযায়ী হামিদ কারজাই বিমানবন্দরে আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন কম পক্ষে ১০০ জন । এই ঘটনার পিছনে ISIS জঙ্গিরও হাত আছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে । দোহা চুক্তির ফলে যে সমস্ত জঙ্গি ছাড়া পেয়ে গিয়েছিল তাদের মধ্যেই কেউ হয়তো এই ঘটনা ঘটিয়েছে ।
আরো পড়ুন : আবারো চীন সরকারকে হুশিয়ারী দিলো মোদী সরকার
এই হামলার পর আমেরিকার রাষ্ট্রপতি জো বিডেনের সাথে কথা বলা হলে তিনি জানিয়েছেন যে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে তবে এতো কিছুর পরেও উদ্ধারকার্য থামবে না । ৩১ সে আগস্টের মধ্যে সমস্ত উদ্ধার কার্য সম্পন্ন হবে, তিনি আরো বলেছেন জঙ্গীদের এই কার্যকলাপের জেরে উদ্ধারকার্যে কিছুটা বিঘ্ন ঘটতে পারে । প্রসঙ্গত উল্লেখ্য, ভারত সহ বহু দেশ আফগানিস্তান থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে কাজ শুরু করেছে, ভারত ইতিমধ্যেই এই উদ্ধারকার্যের জন্য ‘অপারেশন দেবী শক্তি’ লঞ্চ করেছে ।