ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দিলীপ ঘোষকে ডোবার জলে স্নান করিয়ে স্যানিটাইজ করানোর কথা বললেন অনুব্রত মণ্ডল

দিলীপ ঘোষকে ডোবার জলে স্নান করিয়ে স্যানিটাইজ করানোর কথা বললেন অনুব্রত মণ্ডল
দিলীপ ঘোষকে ডোবার জলে স্নান করিয়ে স্যানিটাইজ করানোর কথা বললেন অনুব্রত মণ্ডল
Rate this post

বেঙ্গলি পোর্টাল: শনিবার জেলার জনসভায় অনুব্রত মণ্ডল বলেন রাজ্য বিজেপি সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষ “পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভাইরাস” তিনি বলেন দিলীপ ঘোষকে ডোবার জলে স্নান করিয়ে স্যানিটাইজ করে তৃণমূলে নেওয়া হবে।

এমনকি, তৃণমূলে যোগদান করার জন্য দিলীপ ঘোষকে আহ্বানও জানান অনুব্রতবাবু। তিনি আরও বলেন, “ওঁকে আমার বুথের কর্মীর সঙ্গে মিশতে বলেছি। আমার বুথের কর্মীর পাশে থাকতে বলেছি। আমার দলের কর্মীরা ওঁকে স্যানিটাইজ করে নেবে। ওদের তো গোবর মাখার স্বভাব, তাও মেখে নেবে। ওঁকে ডোবার জলে স্নান করিয়ে নেব”।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

তবে অনুব্রতর এই তীব্র কটাক্ষের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন ”আমি দু-তিনদিনের মধেই বীরভূম যাচ্ছি। এর আগেও তো গিয়েছিলাম। সে বারও তিনি অনেক কথা বলেছিলেন। কিন্তু কিছু করেননি। তিনি বলেছিলেন, তিনি ঢাক বাজাবেন। আমি বলেছিলাম, আমি ধামসা নিয়ে যাচ্ছি। ঢাকের আওয়াজ শুনিনি বলে ধামসাও আমি বাজাইনি”।

আরও পড়ুন: প্রতিবাদী SSC প্রার্থীদের উপর পুলিশি হেনস্থা

তৃণমূলের বিভিন্ন নেতাদের থেকে এ ধরণের মন্তব্য তিনি এর আগেও শুনেছেন বলে দাবী করেন। তিনি এও বলেন যে, তৃণমূলের শক্তি কমে আসছে, তাদের আওয়াজও আগের থেকে অনেকটাই কমেছে।

Leave a Reply