[ad_1]
নিজস্ব প্রতিবেদন : এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জুড়িয়ে যাওয়ার পর ed তদন্তে নামতেই একের পর এক তথ্য বেরিয়ে আসে। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে বের হয় প্রায় ৫০ কোটি টাকা। এছাড়াও অন্যান্য সম্পদ তো রয়েছেই।
নগদ টাকা এবং সোনা দানা বের হওয়ার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার নামে বীরভূমের বোলপুরে বেশ কয়েকটি বাড়ি, জমি এবং রিসোর্টের খোঁজ মেলে। এই সকল বাড়ির মধ্যে অন্যতম একটি হলো ‘অপা’। এই বাড়ি যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই রয়েছে তা দলিলে স্পষ্ট।
তাদের দুজনের নামে এই বাড়িটি থাকার পাশাপাশি বাড়িটি কত টাকায় কেনা হয়েছিল এই সকল নানান তথ্য সামনে এসেছে। দলিল থেকে জানা যাচ্ছে, ৭৩০২.৮৮ স্কোয়ার ফুট জায়গাটি যৌথভাবে রয়েছে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে। যার মৌজা কোড হল ০৩১১০৬৭। শ্যামবাটি মৌজায় থাকা এই জমির প্লট নম্বর ৩৫৪। খতিয়ান নম্বর ১৯২৯।
২০১২ সালে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় যৌথভাবে এই বাড়িটি কিনেছিলেন কলকাতার বাসিন্দা শ্যামলী বন্দ্যোপাধ্যায় এবং সুশীম বন্দ্যোপাধ্যায়ের থেকে। দলিলে থাকা নথি অনুযায়ী জানা যাচ্ছে সেই সময় ২০ লক্ষ টাকা দিয়ে তারা এই বাড়িটি ক্রয় করেছিলেন। পরে ২০২০ সালে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে তা মিউটেশন করা হয়।
এই বাড়িটি ছাড়াও শান্তিনিকেতন এলাকায় তিতলি নামে রহস্যজনক আরও একটি বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। পাশাপাশি ইচ্ছে নামে একটি রিসোর্ট রয়েছে এবং সোনাঝুরি এলাকায় রয়েছে ৬ বিঘা একটি জমি। স্থানীয় বাসিন্দাদের দাবি এগুলির প্রতিটি পার্থ চট্টোপাধ্যায় অথবা তার ঘনিষ্ঠ কারণ নামে রয়েছে।
[ad_2]