Bangla Sahayata Kendra Recruitment 2023 – বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ 2023: প্রতি বছরের ন্যায় এবারেও রাজ্য জুড়ে বাংলা সহায়তা কেন্দ্রে ডাটা এন্ট্রি অপারেটর বা DEO পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সারা রাজ্যের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে সক্ষম। এক সাথে প্রায় তিন হাজার পদে কর্মী নিয়োগ করা হবে।
বাংলা সহায়তা কেন্দ্রে যে পদে নিয়োগ হবে (Bangla Sahayata Kendra Recruitment 2023)
ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator-DEO) পদে নিয়োগ করা হবে।
বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ শূন্যপদ (Bangla Sahayata Kendra Vacancy 2023)
রাজ্যের নতুন তৈরী হওয়া 1461 টি BSK কেন্দ্রে মোট 2922 টি শূন্যপদ রয়েছে এখানে।
শিক্ষাগত যোগ্যতা (Bangla Sahayata Kendra Recruitment 2023 Eligibility Criteria)
- এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ (HS Pass) করে থাকতে হবে।
- কম্পিউটার অ্যাপ্লিকেশনে নূন্যতম 6 মাসের কোর্স করা থাকতে হবে।
- MS Office, MS Word এর জ্ঞান থাকতে হবে।
- যে জেলার BSK তে আবেদন করবেন, প্রার্থীদের ওই জেলার বাসিন্দা হতে হবে।
বয়সসীমা (Bangla Sahayata Kendra Recruitment 2023 Age Limit)
আবেদনের জন্য প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে স্বাভাবিকভাবেই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে।
মাসিক বেতন (Bangla Sahayata Kendra Recruitment 2023 Salary)
এখানে কর্মীদের প্রতি মাসে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া (Bangla Sahayata Kendra Recruitment 2023 Application Process)
- এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তবে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 120 দিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
- প্রার্থীদের BSK এর ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে হবে। এই নিয়োগের বিষয়ে আরো ভালো করে জানতে নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
- Webel Technology Limited- এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন পদ্ধতি আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো।
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ জল শক্তিতে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে KMC ফুড সেফটি ডিপার্টমেন্টে গ্রুপ-D নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে আশা কো-অর্ডিনেটর নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে শ্রম দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অধীনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে প্রচুর শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনে প্রচুর কর্মী নিয়োগ
বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ আবেদনের সময়সীমা
আবেদন শুরু ও শেষ কবে হবে তা নিয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। তবে খুব তাড়াতাড়িই আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। এই সংক্রান্ত তথ্য জানার জন্য BSK এর ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া (Bangla Sahayata Kendra Recruitment Process 2023)
(1) রাজ্য জুড়ে একটি নির্দিষ্ট তারিখে MCQ প্রশ্নভিত্তিক একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে।
(2) এখানে 50 টি প্রশ্ন থাকবে, পূর্ণমান হবে 100।
(3) তারপরে একটি কম্পিউটার টেস্ট নেওয়া হবে। দুটি পরীক্ষার শেষে মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
(4) সেই লিস্ট অনুযায়ী কর্মীদের নিয়োগ করা হবে। এখানে এক বছরের চুক্তিভিত্তিক মেয়াদে কর্মীদের নিয়োগ করা হবে।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here