বিকাশ ভবন স্কলারশিপ 2022: পশ্চিমবঙ্গ সরকারের একটি স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ। বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ -এর সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে। যেসব ছাত্র ছাত্রীরা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজের পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ 2022 বা মেরিট কাম মিনস স্কলারশিপ 2022 -এ আবেদন করতে পারবেন। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই স্কলারশিপে আবেদন করলে প্রতিমাসে ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। Bikash Bhavan Scholarship or Merit Cum Means Scholarship Application Process.
বিকাশ ভবন স্কলারশিপ 2022 – Bikash Bhavan Scholarship 2022
স্কলারশিপের নাম | বিকাশ ভবন স্কলারশিপ বা মেরিট কাম মিনস স্কলারশিপ |
প্রদানকারী দপ্তর | পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর |
টাকার পরিমান | প্রতিমাসে ১০০০- ৫০০০ টাকা পর্যন্ত |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদন শুরু | November, 2022 |
আবেদন শেষ | February, 2023 |
অফিশিয়াল ওয়েবসাইট | svmcm.wbhed.gov.in |
হেল্পলাইন নম্বর | ১৮০০১০২৮০১৪ |
বিকাশ ভবন স্কলারশিপ -এর পোশাকি নাম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ (Swami Vivekananda Merit Cum Means Scholarship) বা SVMCM। আজকের এই প্রতিবেদনে বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, সম্পূর্ণ আবেদন পদ্ধতি, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা পাওয়া যাবে, কবে থেকে আবেদন শুরু হবে সহ একাধিক তথ্য জানতে পারবেন।
আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি
বিকাশ ভবন স্কলারশিপ আবেদনের যোগ্যতা
বিকাশ ভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করার জন্য নিম্নলিখিত যোগ্যতা গুলি অবশ্যই থাকতে হবে।
1. এই স্কলারশিপ -এ আবেদন করার সময় ছাত্র-ছাত্রীদের মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটি হল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতক স্তরে কত শতাংশ নম্বর থাকতে হবে। তাই প্রথমেই শিক্ষাগত যোগ্যতার নম্বর নিয়ে আলোচনা করা হলো।
বিকাশ ভবন স্কলারশিপ শিক্ষাগত যোগ্যতা
যে কোর্সে ভর্তি হয়েছেন | সর্বনিম্ন নম্বর |
উচ্চ মাধ্যমিক স্তর | মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর |
স্নাতক স্তর (অনার্স/ নার্সিং/ প্যারামেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ ডিপ্লোমা) | উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর |
স্নাতকোত্তর স্তর (পোস্ট গ্র্যাজুয়েশন) | গ্র্যাজুয়েশনে ৫৩ শতাংশ নম্বর |
পলিটেকনিক | মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর |
যেসব ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট কোর্স গুলিতে অন্তত উপরে উল্লিখিত শতাংশ নিয়ে পাশ করেছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারবেন।
2. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
3. আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ (২.৫ লক্ষ) টাকার কম হতে হবে।
4. যেসব ছাত্র ছাত্রীরা নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ বা অন্য যেকোন সরকারি স্কলারশিপ -এ আবেদন করেছেন অথবা যেকোনো সরকারি স্কলারশিপ -এর সুবিধা ভোগ করছেন তারা বিকাশ ভবন স্কলারশিপ -এর জন্য আবেদন করতে পারবেন না।
স্বামী বিবেকানন্দ বৃত্তির সংশোধিত যোগ্যতা
কোর্স | স্বামী বিবেকানন্দ বৃত্তির যোগ্যতা (আবেদনকারীদের জন্য) | শতাংশ |
উচ্চ মাধ্যমিক স্তর | মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে | 75% |
ডিপ্লোমা ছাত্র | ১ম বছরের ডিপ্লোমা কোর্সের জন্য মধ্যমিল্ক পরিক্ষায় যোগ্যতা অর্জন করতে হবে, অথবা ডিপ্লোমা পাস করতে হবে ২য় বছর | 75% |
স্নাতক | উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে | 75% (পাঁচটির মধ্যে সেরা) |
স্নাতকোত্তর | স্নাতক স্তরে সম্মান বিষয় | 53%, 55% |
কন্যাশ্রী আবেদনকারী (K-3 উপাদান) | বিজ্ঞান, কলা ও বাণিজ্যে পিজি করার জন্য অনুমোদিত k-2 আইডি আবেদনকারীর কাছ থেকে একটি বৈধ রসিদ প্রয়োজন | 45% |
M.Phil/NET গবেষণা ছাত্র | এম.ফিল বা পিএইচ.ডি. একটি রাষ্ট্র সাহায্যপ্রাপ্ত ইনস্টিটিউটে প্রোগ্রামের জন্য আবেদন করা যেতে পারে | প্রযোজ্য নয় |
বিকাশ ভবন স্কলারশিপ টাকার পরিমান
শুধু বিকাশ ভবন স্কলারশিপ নয়, যেকোনো স্কলারশিপ -এ আবেদন করার আগেই ছাত্র- ছাত্রীদের মধ্যে প্রায়শই এই প্রশ্নটি দেখা দেয়, প্রশ্নটি হল ‘স্বামী বিবেকানন্দ স্কলারশিপ -এ কত টাকা পাওয়া যায়’? স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ কোন যোগ্যতায় কত টাকা পাওয়া যায় তা নিচে দেওয়া হল-
উচ্চমাধ্যমিক স্তর | প্রতিমাসে ১০০০ টাকা |
স্নাতক স্তর | প্রতিমাসে ১০০০- ৫০০০ টাকা পর্যন্ত |
স্নাতকোত্তর স্তর | প্রতিমাসে ২০০০- ৫০০০ টাকা পর্যন্ত |
পলিটেকনিক | প্রতিমাসে ১৫০০ টাকা |
স্বামী বিবেকানন্দ বৃত্তির পরিমাণ
শ্রেণী | অধ্যয়নের শ্রেনী | স্বামী বিবেকানন্দ বৃত্তির পরিমাণ |
স্কুল শিক্ষা অধিদপ্তর (DSE) | উচ্চ মাধ্যমিক | রুপি প্রতি মাসে 1000 |
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর (DME) | উচ্চ মাদ্রাসা | রুপি প্রতি মাসে 1000 |
পাবলিক ইন্সট্রাকশন অধিদপ্তর (DPI) | কলা ও বাণিজ্যে স্নাতক স্নাতক বিজ্ঞানে স্নাতক বা অন্যান্য পেশাগত কোর্স কলা ও বাণিজ্যে স্নাতকোত্তর, বিজ্ঞানে স্নাতকোত্তর, বা অন্যান্য পেশাদার কোর্স নন-নেট এম.ফিল/ পিএইচডি | রুপি প্রতি মাসে 1000 টাকা প্রতি মাসে 1500 টাকা 2000 প্রতি মাসে টাকা প্রতি মাসে 2500 টাকা প্রতি মাসে 5000 – 8000 টাকা |
কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারিগরি শিক্ষা | ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য পেশাদার কোর্সে স্নাতক বা স্নাতকোত্তর | রুপি প্রতি মাসে 5000 |
কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ অধিদপ্তর | অস্নাতক | রুপি প্রতি মাসে 1500 |
চিকিৎসা শিক্ষা অধিদপ্তর | মেডিকেল স্ট্রিম/ডিপ্লোমা কোর্সে স্নাতক | রুপি 5000 বা রুপি 1500 প্রতি মাসে, যথাক্রমে |
বিকাশ ভবন স্কলারশিপ আবেদন পদ্ধতি
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করা যায় সরাসরি অনলাইনে। www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
1. প্রত্যেক ছাত্র-ছাত্রীদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আবেদনকারীর বর্তমান কোর্সের ওপর ভিত্তি করে ‘Directorate’ নির্বাচন করতে হবে। কোন কোর্সের জন্য কোন ‘Directorate’ নির্বাচন করতে হবে তা নিচে দেওয়া হল-
- উচ্চমাধ্যমিক স্তর: Directorate of School Education (DSE)
- স্নাতক ও স্নাতকোত্তর স্তর: Directorate of Public Instruction (DPI
- মেডিকেল কোর্স: Directorate of Medical Education (DME)
- পলিটেকনিক কোর্স: Directorate of Technical Education and Training (DTE&T)
- ইঞ্জিনিয়ারিং: Directorate of Technical Education (DTE)
2. ‘Directorate’ নির্বাচন করে আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি সহ একাধিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই কম্পিউটার স্ক্রিনে একটি ‘Application ID’ আসবে, যেটি পরবর্তীকালে স্কলারশিপের স্থিতি জানতে কাজে লাগবে।
3. ‘Application ID’ ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় দেখে নিতে হবে সবকিছু সঠিকভাবে পূরণ করা হচ্ছে কিনা, কারণ আবেদন করার সময় কোন ভুল হয়ে গেলে পরবর্তীকালে স্কলারশিপের টাকা পেতে অসুবিধা হতে পারে।
বিকাশ ভবন স্কলারশিপ প্রয়োজনীয় ডকুমেন্টস
বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ -এর অনলাইন আবেদন করার সময় যেসব ডকুমেন্টস গুলি আপলোড করতে হবে সেগুলি নিচে দেয়া হল-
1. জন্মের শংসাপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড)
2. শেষ পরীক্ষার মার্কশীট (মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক বা স্নাতক ইত্যাদি)
3. শেষ পরীক্ষার এডমিট কার্ড
4. পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র
5. আবেদনকারীর আধার কার্ড/ ভোটার কার্ড/ রেশন কার্ড
6. ব্যাংকের পাসবুক
7. নতুন কোর্সে ভর্তির রশিদ
উপরোক্ত ডকুমেন্টস গুলি কে স্ক্যান করে পিডিএফ ফরমেটে আপলোড করতে হবে। এবং ডকুমেন্টস গুলির সাইজ 1 MB -এর বেশি হওয়া চলবে না।
বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর
প্রতিবছর পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ ছাত্র ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ -এ আবেদন করে থাকেন। আবেদন করার সময় যে কোন অসুবিধা দূর করতে বিকাশ ভবনের একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। অনলাইন আবেদন সংক্রান্ত যেকোন প্রশ্ন থাকলে এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। বিকাশ ভবন স্কলারশিপ হেল্পলাইন নম্বর- ১৮০০১০২৮০১৪, বিকাশ ভবন স্কলারশিপ ইমেল আইডি- [email protected]
বিকাশ ভবন স্কলারশিপ Last date
প্রতিবছর বিকাশ ভবন স্কলারশিপ -এর আবেদন শুরু হয় অক্টোবর মাস থেকে। আশা করা যায় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপ Last date (2022) হল ফেব্রুয়ারি, ২০২৩।
FAQ:
বিকাশ ভবন স্কলারশিপ ২০২২ কবে থেকে আবেদন শুরু হবে?
নভেম্বর মাস থেকে বিকাশ ভবন স্কলারশিপ -এর অনলাইন আবেদন শুরু হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ -এ কত টাকা পাওয়া যায়?
বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী প্রতিমাসে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
বিকাশ ভবন হেল্পলাইন নম্বর কত?
18001028014
বিকাশ ভবন স্কলারশিপ কীভাবে আবেদন করবো?
বিকাশ ভবন স্কলারশিপ অনলাইনে আবেদন করতে হবে। এই প্রতিবেদনে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া আলোচনা করা হয়েছে।