ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

টানা ২ বছর পর নায়ক রূপে বলিউড সিনেমায় ফিরলেন বলিউড বাদশা শাহরুখ খান

টানা ২ বছর পর নায়ক রূপে বলিউড সিনেমায় ফিরলেন বলিউড বাদশা শাহরুখ খান
টানা ২ বছর পর নায়ক রূপে বলিউড সিনেমায় ফিরলেন বলিউড বাদশা শাহরুখ খান

বেঙ্গলি পোর্টাল: দুই বছর পর নায়ক হিসেবে ফিরলেন শুটিং ফ্লোরে ফিরলেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং সিনেমার নাম, পাঠান (Pathan)।

২০১৮ সালের জুন মাসে ‘জিরো’ সিনেমার শুটিং শেষ করেছিলেন শাহরুখ। সে বছরের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল ছবিটি। কিন্তু ছবিটি দর্শকদের মন কাড়তে পারেনি। তাই সিনেমা থেকে ‘স্বেচ্ছা অবসর’ নেন তিনি। সিনেমার নায়ক হিসেবে শুটিং ফ্লোরে ফেরেননি কিং খান।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

সূত্রের খবর, পছন্দের যশরাজ ব্যানারেই সিনেমার ফ্লোরে নায়ক হিসেবে ফিরলেন শাহরুখ। ফের বলিউড বাদশাকে নায়ক হিসেবে শুটিং ফ্লোরে দেখা যাবে। কিং খান নিজেও ‘পাঠানে’র চিত্রনাট্য নিয়ে খুবই উৎসাহিত। আরও জানা গিয়েছে, ‘পাঠান’ ছবিতে শাহরুখের সঙ্গে ফের জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। থাকছেন জন আব্রাহামও। আর ‘জিরো’র পর আবারও একবার নাকি ‘পাঠানে’র বন্ধু শাহরুখের সঙ্গে ক্যামিও চরিত্রে স্ক্রিন শেয়ার করবেন সলমন খান। তবে বলাই বাহুল্য বলিউড বাদশাকে নায়ক রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অনুরাগীরা।

আরও পড়ুন: তৃতীয় বিয়েও কি ভাঙতে চলছে অভিনেত্রী শ্রাবন্তীর

Leave a Reply