ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বক্সিং ডে টেস্টে ১৯৫ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস জবাবে ভারতের সংগ্রহ ৩৬ রান

বক্সিং ডে টেস্টে ১৯৫ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস জবাবে ভারতের সংগ্রহ ৩৬ রান
বক্সিং ডে টেস্টে ১৯৫ রানে শেষ অস্ট্রেলিয়ার ইনিংস জবাবে ভারতের সংগ্রহ ৩৬ রান

Bengaliportal: বক্সিং ডে টেস্টে অ্যাডভান্টেজ পেল ভারত। অস্ট্রেলিয়াকে ১৯৫ রানে আটকে রাখার পর প্রথম দিনের শেষে ১ উইকেটে ৩৬ তুলেছে টিম ইন্ডিয়া। এখনও ১৫৯ রানে পিছিয়ে রয়েছে ভারত। ফিরে গিয়েছেন ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। কিন্তু অভিষেকেই শুভমন গিলকে দেখাচ্ছে স্বচ্ছন্দ। তিনি খেলছেন ২৮ রানে। অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারাও ৭ রানে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:


এসসিজি-তে সারা দিন পড়ল ১১ উইকেট। সকালে টস জিতে ব্যাট করতে নেমে দুশোরও আগে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতীয় বোলারদের দাপটে কখনই স্বস্তিতে দেখাল না টিম পেনের দলকে। যশপ্রীত বুমরা ৫৬ রানে নিলেন ৪ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ৩৫ রানে নিলেন ৩ উইকেট। অভিষেককারী মহম্মদ সিরাজ ৪০ রানে নিলেন ২ উইকেট। বাকি উইকেটটি রবীন্দ্র জাডেজার।

টিম পেনের দলকে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সকালে চাপে রাখলেন কোনও পেসার নন, বরং একজন স্পিনার। অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ফেরালেন ওপেনার ওয়েড ও তিনে নামা স্মিথকে। লাঞ্চের আগে আরও একটি উইকেট পেয়ে গিয়েছিলেন তিনি। তাঁর বলে লেগ বিফোর উইকেট হয়েছিলেন মার্নাস লাবুশানে। কিন্তু রিভিউয়ে দেখা যায় বল স্টাম্পের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে।


তবে অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দিয়েছিলেন যশপ্রীত বুমরা। দ্রুত ফিরিয়ে দিয়েছিলেন ওপেনার বার্নসকে। উইকেটকিপার ঋষভ পন্থকে ক্যাচ দিয়েছিলেন তিনি। এর পর অশ্বিনকে মারতে গিয়ে ক্যাচ তুলে ফেরেন ওয়েড। যা ধরেন রবীন্দ্র জাডেজা। আর কোনও রান করার আগেই ফেরেন স্মিথ। অশ্বিনের বলে লেগ স্লিপে চেতেশ্বর পূজারাকে ক্যাচ দেন তিনি। এই প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে শূন্য রানে ফিরলেন স্মিথ। অ্যাডিলেডে গোলাপি বলে দিনরাতের টেস্টেও তিনি অশ্বিনের শিকার হয়েছিলেন। ফিরেছিলেন মাত্র ১ রানে।