BPNL MTS Recruitment 2023: ভারতীয় পশুপালন নিগম লিমিটেড এর দ্বারা বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মাল্টি টাস্কিং স্টাফ এবং আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে। এখানে সব মিলিয়ে মোট ২৮২৬ টি শূন্যপদ রয়েছে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ৫এই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। BPNL MTS Recruitment 2023 এর বিস্তারিত তথ্য নিচে প্রদান করা হয়েছে।
BPNL MTS Recruitment 2023: ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে প্রচুর শূন্যপদে নিয়োগ 2023
নিয়োগ সংস্থা | ভারতীয় পশুপালন নিগম লিমিটেড (BPNL) |
---|---|
পদের নাম | MTS ও অন্যান্য |
মোট শূন্যপদ | ২৮২৬ টি |
বেতন (₹) | ১০,০০০ – ১৮,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | bharatiyapashupalan.com |
ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে নিয়োগ ২০২৩ (BPNL MTS Recruitment 2023)
পদের নাম (Post Name)
এখানে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড এর দ্বারা MTS ও আরও অন্যান্য পদে নিয়োগ করা হবে। সমস্ত পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Central Superintendent
- Assistant Central Superintendent
- Office Assistant
- Trainer
- Multi Tasking Staff (MTS)
মোট শূন্যপদ (BPNL MTS Job Vacancy 2023)
BPNL Recruitment 2023 তে সব মিলিয়ে মোট ২৯২৬ টি শূন্যপদ রয়েছে। পদ ভিত্তিক শূন্য পদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
Central Superintendent | ৩১৪ টি |
Assistant Central Superintendent | ৬২৮ টি |
Office Assistant | ৩১৪ টি |
Trainer | ৯৪২ টি |
Multi Tasking Staff (MTS) | ৬২৮ টি |
শিক্ষাগত যোগ্যতা (BPNL MTS Educational Qualification)
ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে Central Superintendent ও Trainer পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং বাকি সব পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস করে থাকা প্রয়োজন। বিস্তারিত জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা (BPNL MTS Recruitment 2023 Age Limit)
BPNL Recruitment 2023 তে Central Superintendent পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। Multi Tasking Staff (MTS) পদে আবেদন করার জন্য ২১ থাকে ৩০ বছর বয়স এবং বাকি সকল পদে আবেদন করার জন্য ২১ থাকা ৪০ বছর এর মধ্যে বয়স হওয়া প্রয়োজন।
বেতন (Salary)
পদের নাম | বেতন (₹) |
---|---|
Central Superintendent | ১৮,০০০/- |
Assistant Central Superintendent | ১৫,০০০/- |
Office Assistant | ১২,০০০/- |
Trainer | ১৫,০০০/- |
Multi Tasking Staff | ১০,০০০/- |
আবেদন পদ্ধতি (BPNL MTS Recruitment 2023 Apply Online)
BPNL MTS Recruitment 2023 এর জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার পদক্ষেপ গুলো নিচের তালিকার মধ্যে উল্লেখ করা হয়েছে।
- প্রথমে নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করুন।
- যে পদের জন্য আবেদন করতে চান সেটি বেছনিন।
- অনলাইন আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন ফি জমা করুন (যদি প্রয়োজন হয়)।
- আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।
আবেদন করার আগে অফিসের বিজ্ঞপ্তিটি অবশ্যই ভালো করে পড়ে দেখবেন।
আবেদন মূল্য (Application Fee)
BPNL Recruitment 2023 এর প্রতিটি পদের আবেদনকারীদের জন্য ভিন্ন ভিন্ন আবেদন মূল্য প্রয়োজন। Assistant Central Superintendent পদে আবেদন করার জন্য ৮২৮/- টাকা, Office Assistant পদে আবেদন করার জন্য ৭০৮/- টাকা, Trainer পদে আবেদন করার জন্য ৫৯১/- টাকা এবং MTS পদে আবেদন করার জন্য ৪৭২/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন শেষ তারিখ (Last Date)
BPNL MTS Recruitment 2023 তে আগামী ৫এই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন বুঝতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের প্রথমে অনলাইন টেস্ট নেওয়া হবে এই টেস্টের উত্তীর্ণ প্রার্থীদের করে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হব। অনলাইনে পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজন সম্পর্কে বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া দিন থেকে অফিসের বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
আবেদন শুরু | ২৫.০১.২০২৩ |
আবেদন শেষ | ০৫.০২.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Important Links)
- অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
- আবেদন লিঙ্ক: Apply Here
- অফিসিয়াল ওয়েবসাইট: bharatiyapashupalan.com
BPNL MTS Job Vacancy 2023 – FAQ
BPNL Recruitment 2023 তে কি কি পদে নিয়োগ করা হচ্ছে।
BPNL Recruitment 2023 তে Central Superintendent, Assistant Central Superintendent, Office Assistant Trainer এবং Multi Tasking Staff পদে নিয়োগ করা হচ্ছে।
BPNL MTS Job Vacancy 2023 তে মোট কতগুলি শূন্যপদ আছে?
BPNL MTS Job Vacancy 2023 তে মোট ২৮২৬ টি দেখুন আছে।
PBNL MTS Recruitment 2023 তে আবেদন করার শেষ তারিখ কত?
BPNL MTS Recruitment 2023 তে আবেদন করার শেষ তারিখ হলো ৫এই ফেব্রুয়ারি ২০২৩।