Bengaliportal: সেঞ্চুরি করল পেট্রলের দাম। একই পথে হাঁটছে ডিজেলও। সব মিলিয়ে বাংলা-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে নাজেহাল পরিস্থিতি সাধারণ মানুষের। জ্বালানির মূল্যবৃদ্ধি যেন রুটিনেই পরিণত হয়েছে। যার ব্যতিক্রম হল না রবিবারও। অতীত রেকর্ড ভেঙে নয়া মাইলস্টোর ছুঁয়ে ফেলল পেট্রলের দাম। যাতে কেন্দ্রের কোনও মাথাব্যথা তো নেই-ই, বিরোধীদেরও বিশেষ হেলদোল নেই।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
আজ পেট্রলের দাম ৩৩ থেকে ৩৭ পয়সা বেড়েছে। তবে এই নিয়ে টানা পঞ্চমদিন ডিজেলের মূল্য অপরিবর্তিত। রাজ্যে ইতিমধ্যেই পেট্রলের দাম সেঞ্চুরি টপকে গিয়েছে। কলকাতায় একশো ছুঁইছুঁই হলেও দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে ১০০ পেরিয়েছে একলিটার পেট্রলের মূল্য। এদিন তিলোত্তমায় লিটারপিছু পেট্রল ৩৫ পয়সা বেড়ে পৌঁছে গেল ৯৯.৮৪ টাকায়। একলিটার ডিজেল কিনতে খরচ ৯২. ২৭ টাকা। এদিকে, আজ দিল্লিতে লিটারপ্রতি পেট্রলে খরচ পড়ছে ৯৯.৫১ টাকা। একলিটার ডিজেলের দাম ৮৯.৩৬ টাকা। মুম্বইয়ে একলিটার পেট্রল ও ডিজেল কিনতে খরচ যথাক্রমে ১০৫.৫৮ টাকা ও ৯৬.৯১ টাকা। চেন্নাইতেও একশোর গণ্ডি ছাড়িয়েছে পেট্রলের দাম। সেই শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেল মিলছে ১০০.৪৪ টাকা এবং ৯৩.৯১ টাকায়।