ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ – Calcutta University Staff Recruitment 2023

Calcutta University Staff Recruitment 2023
Calcutta University Staff Recruitment 2023
Rate this post

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ – Calcutta University Staff Recruitment 2023: রাজ্যের কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ – Calcutta University Staff Recruitment 2023


পদের নাম

Assistant Professor

মোট শূন্যপদ

৪ টি। (UR-1, SC-1, ST-1, OBC-1)

শিক্ষাগত যোগ্যতা

U.G.C নিয়ম অনুযায়ী।

বয়স 

প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন

প্রতিমাসে বেতন ৪০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউয়ের দিন বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

ইন্টারভিউ স্থান

1st Floor Auditorium, CRNN, Technology Campus, University of Calcutta
JD-2 Sector-3 Kolkata-700106

ইন্টারভিউ তারিখ

১৮ এপ্রিল, ২০২৩ (Reporting Time- 10:30 AM)

Important Link

Official Notification: Download Now
Apply Now: Click Here

Leave a Reply