ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনে প্রচুর কর্মী নিয়োগ – Central Pollution Control Board Recruitment 2023

Central Pollution Control Board Recruitment 2023
Central Pollution Control Board Recruitment 2023

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনে প্রচুর কর্মী নিয়োগ – Central Pollution Control Board Recruitment 2023: কেন্দ্রীয় পরিবেশ ভবনে বিভিন্ন পদের ক্ষেত্রে শূন্যপদ থাকায় অনেকগুলি পদে নিয়োগ করা হবে। এরজন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই নিয়োগের বিষয়েই বিস্তারিত জানাতে চলেছি। আশা করছি নিচের দেওয়া তথ্যগুলি পরপর একবার দেখে নিলে আপনার এই নিয়োগের সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা হয়ে যাবে।

আপনাকে জানিয়ে রাখি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনে একাধিক পদে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। যাইহোক কেন্দ্র সরকারের স্থায়ী চাকরি হওয়ায় এতে বেতনের পরিমাণও যথেষ্ট ভালো। এখন কথা হলো কারা কোন পদের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ঠিক কি লাগবে। অনেকের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা তাই আবেদন করার বিষয়টি ভালো নিচের দেওয়া তথ্য থেকে ভালো করে বুঝে নেবেন।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনে প্রচুর কর্মী নিয়োগ – Central Pollution Control Board Recruitment 2023

(1) মাল্টি টস্কিং স্টাফ (Multi-Tasking Staff MTS)

শূন্যপদ- এখানে মোট 7 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণী পাস।

বয়সসীমা- 18 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 18,000-56,900 টাকা বেতন দেওয়া হবে।

(2) লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)

শূন্যপদ- এখানে মোট 5 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে এবং ইংরেজিতে 35 wpm বা হিন্দিতে 30 wpm টাইপ করার গতি থাকতে হবে।

বয়সসীমা- 18 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 19,900-63,200 টাকা বেতন দেওয়া হবে।

(3) ফিল্ড অ্যাটেনড্যান্ট (Field Attendant) 

শূন্যপদ- এখানে মোট 8 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে।

বয়সসীমা- 18 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 18,000-56,900 টাকা বেতন দেওয়া হবে।

(4) অ্যাসিস্ট্যান্ট (Assistant) 

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি। সাথে টাইপিং দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা- 30 বছরের নীচে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 35,400-1,12,400 টাকা বেতন দেওয়া হবে।

(5) অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট (Accounts Assistant) 

শূন্যপদ- এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Commerce এ স্নাতক ডিগ্রি এবং অ্যাকাউন্ট, অডিট এবং ক্যাশ হ্যান্ডেলিং নিয়ে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 30 বছরের নীচে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 35,400-1,12,400 টাকা বেতন দেওয়া হবে।

(6) সায়েন্টিস্ট-B (Scientist ‘B’) 

শূন্যপদ- এখানে মোট 62 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Engineering/Technology তে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক। Civil/Chemical/Environmental Engineering এর জন্য 34 পোস্ট রয়েছে, এবং Computer Science/Information Technology – 04 পোস্ট রয়েছে। অথবা, রসায়নে বা পরিবেশ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি। এছাড়াও, PhD/NET পাশ করে থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা- 35 বছরের নীচে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 56,100-1,77,500 টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে প্রচুর শূন্যপদে নিয়োগ

আরও পড়ুন: জি.এ.আই.এল লিমিটেডে জুনিয়র ও সিনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ

আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিভিন্ন পদে চাকরি

আরও পড়ুন: দিল্লি হাই কোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

আরও পড়ুন: জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদে চাকরি

আরও পড়ুন: ভারতীয় মিউজিয়াম গুলিতে বিভিন্ন পদে নিয়োগ

আরও পড়ুন: কলকাতা বন্দরে SDTM পদে চাকরি

আরও পড়ুন: ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এ বিভিন্ন পদে চাকরি

আরও পড়ুন: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে চাকরি

(7) অ্যাসিস্ট্যান্ট ল অফিসার (Assistant Law Officer) 

শূন্যপদ- এখানে মোট 6 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং রাজ্য বিচার বিভাগীয় পরিষেবায় অফিসার হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 30 বছরের নীচে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 44,900-1,42,400 টাকা বেতন দেওয়া হবে।

(8) অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার (Assistant Accounts Officer) 

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Commerce এ স্নাতক ডিগ্রি এবং অ্যাকাউন্ট, অডিট এবং সম্পর্কিত পাঁচ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা- 30 বছরের নীচে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 44,900-1,42,400 টাকা বেতন দেওয়া হবে।

(9) সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (Senior Scientific Assistant)

শূন্যপদ- এখানে মোট 16 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং প্রাসঙ্গিক বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 30 বছরের নীচে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 35,400-1,12,400 টাকা বেতন দেওয়া হবে।

(10) টেকনিক্যাল সুপারভাইজার (Technical Supervisor) 

শূন্যপদ- এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা লাগবে।

বয়সসীমা- 30 বছরের নীচে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 35,400-1,12,400 টাকা বেতন দেওয়া হবে।

(11) জুনিয়র টেকনিশিয়ান (Junior Technician) 

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্সে ডিপ্লোমা।এবং সার্ভিসিং ল্যাবরেটরিতে এক বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা- 18 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 25,500-81,100 টাকা বেতন দেওয়া হবে।

(12) সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (Senior Laboratory Assistant) 

শূন্যপদ- এখানে মোট 15 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- প্রাসঙ্গিক ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে।

বয়সসীমা- 18 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 25,500-81,100 টাকা বেতন দেওয়া হবে।

(13) আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk) 

শূন্যপদ- এখানে মোট 16 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের ডিগ্রি। এবং ইংরেজিতে 35 wpm বা হিন্দিতে 30 wpm টাইপ করার গতি থাকতে হবে।

বয়সসীমা- 18 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 25,500-81,100 টাকা বেতন দেওয়া হবে।

(14) ডাটা এনট্রি অপারেটর গ্রেড-II (Data Entry Operator Grade-II) 

শূন্যপদ- এখানে মোট 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী পাস। এবং প্রতি ঘন্টায় 8000 কী ডিপ্রেশনের কম নয় এমন টাইপিং স্পিড থাকতে হবে।

বয়সসীমা- 18 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 25,500-81,100 টাকা বেতন দেওয়া হবে।

(15) জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (Junior Laboratory Assistant)

শূন্যপদ- এখানে মোট 15 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানে দ্বাদশ শ্রেণি পাস হতে হবে।

বয়সসীমা- 18 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীর বয়েস হতে হবে।

বেতনক্রম- কর্মীদের 19,900-63,200 টাকা বেতন দেওয়া হবে।

আবেদন করার প্রক্রিয়া

ইচ্ছুক চাকরিপ্রার্থীরা পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করতে পারবে। আবেদন করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তারপর লগ করে নিয়ে অনলাইনে একটি ফর্ম ফিলাপ করে এবং আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আবেদনের সময়সীমা

31.03.2023 তারিখের মধ্যে এখানে অনলাইনে আবেদন করে ফেলতে হবে।

আবেদন ফি

মোট 1000 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে এইখানে।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার লিংক: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply