মাধ্যমিক পাসে CRPF কনস্টেবল নিয়োগ 2023 – Central Reserve Police Force Recruitment 2023: শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর পরিমাণ শূন্যপদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নগকির এখানে আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের শূন্যপদ রয়েছে। আগ্রহী ও যোগ্য পার্থী এখানে আগামী ২৭এই মার্চ থেক ২৫এই এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। CRPF কনস্টেবল নিয়োগ ২০২৩ তে আবেদন করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
মাধ্যমিক পাসে CRPF কনস্টেবল নিয়োগ 2023 – Central Reserve Police Force Recruitment 2023
নিয়োগ সংস্থা | Central Reserve Police Force (CRPF) |
---|---|
পদের নাম | Constable (Technical and Tradesman) |
মোট শূন্যপদ | ৯২১২ টি |
বেতন (₹) | ২১,৭০০ – ৬৯,১০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | crpf.gov.in |
CRPF কনস্টেবল নিয়োগ ২০২৩ – CRPF Constable Recruitment 2023
পদের নাম (Post Name)
এখানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের পক্ষ থেকে Constable (Technical and Tradesman) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (CRPF Constable Vacancy 2023)
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৯২১২টি শূন্যপদ রয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Constable (Male) | ৯১০৫ টি |
Constable (Female) | ১০৭ টি |
মোট শূন্যপদ | ৯২১২ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এর কনস্টেবল পদে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়সসীমা হলো ২১ বছর এবং সর্বোচ্চ ২৭ বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন (Salary)
CRPF কনস্টেবল পদে নির্বাচিত পর্থীদের প্রতিমাসে ২১,৭০০ টাকা থেকে শুরু করে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (CRPF Constable Recruitment 2023 Apply Online)
আগ্রহী ও যোগ্য পার্থী CRPF Constable (Technical and Tradesman) পদে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য পর্থীদের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদন করার পদক্ষেপগুলো নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- প্রথমে crpf.gov.in ওয়েবসাইট যান।
- অথবা, সরাসরি আবেদন করতে নিচের আবেদন লিঙ্কে ক্লিক করুন।
- সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অফলাইন ফর্ম পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
- আবেদন ফী জমা করুন (যদি প্রয়োজন হয়)।
- আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখুন।
- আরও পড়ুন: পোস্ট অফিসে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: রাজ্যে ক্লাস এইট পাশে পৌরসভায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ জল শক্তিতে বিভিন্ন পদে নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে KMC ফুড সেফটি ডিপার্টমেন্টে গ্রুপ-D নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে আশা কো-অর্ডিনেটর নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে শ্রম দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অধীনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে প্রচুর শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনে প্রচুর কর্মী নিয়োগ
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PWD পর্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগবে না। আবেদনকারীরা এখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেভিড কার্ডের মাধ্যমে আবেদন ফী জমা করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ (CRPF Constable Recruitment 2023 Last Date)
CRPF Constable (Technical and Tradesman) পদে আবেদন শুরু ২৭এই মার্চ ২০২৩ এবং এখানে আবেদন করার শেষ তারিখ হলো ২৫এই এপ্রিল ২০২৩।
নির্বাচন প্রক্রিয়া (CRPF Constable Recruitment 2023 Selection Process)
CRPF Constable Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কম্পিউটার টেস্ট, শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) এবং শারীরিক মান পরীক্ষা (PST), স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল টেস্ট এর মাধ্যমে নিয়োগ করা হবে।
পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, হাওড়া, কল্যাণী, সুরি, আসানসোল, বহরমপুর, বাঁকুড়া, হুগলি এবং দুর্গাপুরে পরীক্ষার কেন্দ্র রয়েছে। পরীক্ষার নিয়মাবলী এবং নম্বর বিভাজন সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ১৫.০৩.২০২৩ |
আবেদন শুরু | ২৭.০৩.২০২৩ |
আবেদন শেষ | ২৫.০৪.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিঙ্ক: Apply Here
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here