ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কেবলমাত্র করোনা ভাইরাসকেই নয় দেশের প্রাকৃতিক আবহাওয়াকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চলেছে চীন

কেবলমাত্র করোনা ভাইরাসকেই নয় দেশের প্রাকৃতিক আবহাওয়াকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চলেছে চীন
কেবলমাত্র করোনা ভাইরাসকেই নয় দেশের প্রাকৃতিক আবহাওয়াকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চলেছে চীন

বেঙ্গলি পোর্টাল: কেবলমাত্র করোনা ভাইরাসকেই নয় দেশের প্রাকৃতিক আবহাওয়াকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চলেছে চীন। প্রাকৃতিক আবহাওয়াকে বদলে দেবে চীন। শুধুমাত্র তাই নয়, ভারতের থেকে প্রায় দেড় গুণ বড় জায়গার আবহাওয়া বদলে ফেলবে কৃত্রিমভাবেই। চীন নিজেকে সর্বশক্তিমান করার লক্ষ্যেই এই প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। আগামী ২০২৫ সালের মধ্যেই দেখা মিলবে সেই বিস্ময়কর যন্ত্রের।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

আবহাওয়া পরিবর্তনের যন্ত্র বানাচ্ছে চীন এক ঐতিহাসিক পরিবর্তনের পথে হাঁটছে চীন। সূত্রের খবর, ওয়েদার মডিফিকেশন সিস্টেমের এই কাজ বেশ কয়েকবছর ধরেই চলছে বেজিং-এ। চীন যদি এই বিশেষ ক্ষমতা অধিকারী হয়ে ওঠে, তাহলে প্রাকৃতিক আবহাওয়া বদলে ফেলার ক্ষমতা চলে আসবে চীনের হাতে। তখন চীন নিজেদের ইচ্ছেমত ওই অঞ্চলের জলবায়ুর পরিবর্তন করতে পারবে।

আরও পড়ুন: কেন্দ্র সরকারের গ্রুপ C ও D পদে নিয়োগ চলছে, যোগ্যতা মাধ্যমিক, গ্রাজুয়েশন বেতন ৩৫ হাজার টাকা

চীনের এই পরীক্ষা সফল হলে, আগামী ২০২৫ সালের মধ্যে ৫.৫ মিলিয়ন স্কোয়ার কিলোমিটার বা ২.১ মিলিয়ন স্কোয়ার মাইল এলাকায় কৃত্রিম আবহাওয়া তৈরি করতে সক্ষম হবে চীন। তবে চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, ২০০৮ সালে চীন যে অলিম্পিকের আয়োজন করেছিল, তখনও তারা ক্লাউড সিডিং প্রক্রিয়ার মাধ্যমে শহরটির আকাশ পরিষ্কার করেছিল। মেঘের মধ্যে খুব অল্প পরিমাণে সিলভার আয়োডাইড মিশিয়ে প্রচুর বাষ্প তৈরি করে দ্রুত বৃষ্টি নামিয়ে আবহাওয়া পরিস্কার রাখার পরীক্ষায় সফল হয়েছিল তারা। তাই এবারেও তারা সফল হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Leave a Reply