Bengaliportal: গতকালই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। আর এবার একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। একটি স্কুলে কতজন একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে, কত শতাংশ নম্বর পেলে সায়েন্স নেওয়া যাবে ইত্যাদি সব বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষা সংসদ।
কতজন ভর্তি হতে পারবে? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আসন সংখ্যা ৪০০ করা হয়েছে। অর্থাৎ এক একটা স্কুলে ৪০০ জন ভর্তি হতে পারবে। আগে এই সংখ্যাটা ছিল ২৭৫।
কারা সায়েন্স পাবে?
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি, মাত্র ৩৫ শতাংশ নম্বর পেলেই নেওয়া যাবে বিজ্ঞান বিষয়। আগে তা ছিল ৪৫ শতাংশ। এখন কমিয়ে করা হয়েছে ৩৫ শতাংশ। অর্থাৎ এই শতাংশ নম্বর পেলেই সায়েন্সের জন্য আবেদন করতে পারবে পড়ুয়ারা।
আরও পড়ুন: এই বছর থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনেই কলেজে ভর্তি, সায় মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৮৮ হাজার ৯০৭জন। সেখানে ৬ লক্ষ ৯ হাজার ৮৬৮ জন ছাত্রী। গতকাল সকাল ১০টায় পর্ষদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হয়।
এবছর ছেলেদের পাশের হার ৮৬.৬০ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৫ শতাংশ। মাধ্যমিক পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। সেখানে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশেরও বেশি।