ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

করোনা টিকা না নিলে সরকারি কর্মীদের মিলবে না বেতন এমনটাই হুঁশিয়ারি উজ্জয়িনীর জেলাশাসকের

করোনা টিকা না নিলে সরকারি কর্মীদের মিলবে না বেতন এমনটাই হুঁশিয়ারি উজ্জয়িনীর জেলাশাসকের
করোনা টিকা না নিলে সরকারি কর্মীদের মিলবে না বেতন এমনটাই হুঁশিয়ারি উজ্জয়িনীর জেলাশাসকের
Rate this post

Bengaliportal: করোনা টিকা না নিলে সরকারি কর্মীদের মিলবে না বেতন এমনটাই হুঁশিয়ারি উজ্জয়িনীর জেলাশাসকের। সরকারি কর্মীরা যাতে প্রত্যেকে টিকা নিয়ে নেন তার জন্য এ বার এক অভিনব নির্দেশিকা জারি করল মধ্যপ্রদেশের উজ্জয়িনীর জেলাশাসক। জানিয়ে দেওয়া হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে টিকা না নিলে তাঁদের বেতন দেওয়া হবে না।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

মঙ্গলবার উজ্জয়িনীর জেলাশাসক আশিস সিংহ একটি নির্দেশিকা জারি করেন। সেখানে লেখা, ৩১ জুলাইয়ের মধ্যে টিকা না নিলে সরকারি কর্মীদের বেতন দেওয়া হবে না। টিকা নেওয়ার পরে শংসাপত্র জমা দিলে তবেই তাঁদের বেতন দেওয়া হবে।

সংবাদ সংস্থা পিটিআইকে আশিস বলেন, ‘‘জেলায় ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছি আমরা। সেই লক্ষ্য পূরণের জন্য সব রকমের পদক্ষেপ নিচ্ছি। ইতিমধ্যেই একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে।’’ নির্দেশিকায় আরও বলা হয়েছে, জেলার রাজস্ব দফতরের আধিকারিকরা সরকারি কর্মীদের থেকে টিকাকরণের শংসাপত্র নেবেন। তার পরেই তাঁদের বেতনের প্রক্রিয়া হবে।

Leave a Reply