ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ক্রিসমাসের আগেই আসছে কোরোনার ভ্যাকসিন! টিকাকরণের প্রস্তুতি নিতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

ক্রিসমাসের আগেই আসছে কোরোনার ভ্যাকসিন! টিকাকরণের প্রস্তুতি নিতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের
ক্রিসমাসের আগেই আসছে কোরোনার ভ্যাকসিন! টিকাকরণের প্রস্তুতি নিতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

বেঙ্গলি পোর্টাল: আর শুধু সময়ের অপেক্ষা বড়দিনের আগে আসছে করোনার ভ্যাকসিন। যে কোনও দিন, যে কোনও মুহূর্তে করোনা প্রতিষেধক টিকা রাজ্যে চলে আসতে পারে। যে কথা মাথায় রেখে চলতি মাসের ২৪ তারিখের মধ্যে টিকাকরণের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে বলল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ-সহ এগারোটি রাজ্যে বুধবার করোনা টিকাদানের প্রশিক্ষণপর্ব শুরু হয়েছে, দেশের শীর্ষ স্বাস্থ্যসংস্থা আইসিএমআরের প্রত্যক্ষ তদারকিতে। প্রশিক্ষণ শুরু হয়েছে কলকাতার স্বাস্থ্য ভবনেও। সেখানে টিকাদানের তালিম নিচ্ছেন অন্তত ৪০ জন চিকিৎসক, যাঁরা এই প্রক্রিয়ায় নোডাল অফিসারের ভূমিকায় থাকবেন। এঁদের মাধ্যমে আমজনতাকে টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের টিকাদানের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী এদিন বলেছেন, “যে কোনও সময়ে করোনার টিকা চলে আসতে পারে। সেই অনুযায়ী প্রশিক্ষণ শুরু হয়েছে। আগামী ২৪ তারিখের মধ্যে প্রশিক্ষণপর্ব সম্পূর্ণ করতে বলা হয়েছে। সে ভাবে কাজ শুরু হল।” তিনি আরও বলেন, “দপ্তর তৈরি। ভ্যাকসিন এলেই আইসি এম আরের গাইডলাইন মেনে কাজ শুরু হবে।”

আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের হোমওয়ার্ক দেওয়া যাবে না নির্দেশ কেন্দ্রের

সূত্রে খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে রাজ্যে আসছে ২৯টি ওয়াকিং কুলার। এই কুলারেই রাখা হবে বহু প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন। এক-একটি ওয়াকিং কুলার বা স্টেশনে অন্তত ৪ হাজার লিটার ভ্যাকসিন সংরক্ষণ সম্ভব। শুরুতে যে ৪০ জন চিকিৎসক টিকা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁদের তদারকিতেই গোটা রাজ্যে টিকা দেওয়ার কর্মসূচি শুরু হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। গোটা প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। বস্তুত, যত দিন এগোচ্ছে, ততই যুদ্ধকালীন ভিত্তিতে টিকাকরণের প্রস্তুতি চলছে সমগ্র দেশ জুড়ে।

Leave a Reply