দান্তে আলিঘিয়েরি জীবনী: Bengaliportal.com আপনাদের জন্য নিয়ে এসেছে Dante Alighieri Biography in Bengali. আপনারা যারা দান্তে আলিঘিয়েরি (Dante Alighieri) সম্পর্কে জানতে আগ্রহী দান্তে আলিগিয়েরির জীবনী টি পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।
- দান্তে আলিঘিয়েরি (Dante Alighieri) কে ছিলেন? Who is Dante Alighieri?
- দান্তে আলিঘিয়েরি জীবনী – Dante Alighieri Biography in Bengali
- দান্তে আলিঘিয়েরির জন্ম: Dante Alighieri’s Birthday
- দান্তে আলিঘিয়েরির পিতামাতা ও জন্মস্থান: Dante Alighieri’s Parents And Birth Place
- দান্তে আলিঘিয়েরির শিক্ষাজীবন: Dante Alighieri’s Educational Life
- দান্তে আলিঘিয়েরির ছোটবেলা: Dante Alighieri’s Childhood
- দান্তে আলিঘিয়েরির প্রথম জীবন: Dante Alighieri’s Early Life
- দান্তে আলিঘিয়েরির বিবাহ জীবন ও পরিবার: Dante Alighieri’s Marriage Life And Family
- দান্তে আলিঘিয়েরির কর্ম জীবন: Dante Alighieri’s Work Life
- দান্তে আলিঘিয়েরির মৃত্যু: Dante Alighieri’s Death
- দান্তে আলিঘিয়েরির রচনা: Written by Dante Alighieri
দান্তে আলিঘিয়েরি (Dante Alighieri) কে ছিলেন? Who is Dante Alighieri?
দুরান্তে দেইলি আলিগিয়েরি (ইতালীয় Durante degli Alighieri) বা দান্তে (Dante) (১২৬৫ – ১৩২১) ছিলেন এক বিখ্যাত ইতালীয় কবি। দান্তের জন্ম ইতালির ফ্লোরেন্সে। তার পরিবার তেমন একটা বিত্তশালী না হলেও অভিজাত হিসেবে পরিচিত ছিল। ব্রুনেত্তো লাটিনি এর কাছে তিনি ক্ল্যাসিক্যাল লিবারেল আর্টস এর জ্ঞান লাভ করেন। এর মধ্যে ল্যাটিন এবং গ্রিক ভাষা সংক্রান্ত জ্ঞানও ছিল। এরপর তিনি তার সবচেয়ে বিখ্যাত গ্রন্থ দ্য ডিভাইন কমেডি রচনা শুরু করেন। উল্লেখ্য যে বইটি রচিত হয় স্থানীয় ভেনেশিয়ান কথ্য ভাষায়। এই গ্রন্থ টি তিন খণ্ডে বিভক্ত এবং এখানে চার্চ এবং সমসাময়িক বিখ্যাত ঘটনা এবং ব্যক্তিবর্গের প্রতি ব্যাঙ্গাত্মক বিদ্রূপ স্থান পেয়েছে।
দান্তে আলিঘিয়েরি দান্তে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। বাইবেল এবং শেক্সপীয়রের রচনাবলী ছাড়া পৃথিবীর অপর কোন সাহিত্য দান্তে রচিত অমর মহাকাব্য Divina Commedia- এর মত ব্যাপক প্রচার লাভ করেনি।
দান্তে আলিঘিয়েরি জীবনী – Dante Alighieri Biography in Bengali
নাম | দান্তে আলিঘিয়েরি (Dante Alighieri) |
জন্ম | 1265 |
পিতা | – |
মাতা | – |
জন্মস্থান | ইতালির ফ্লোরেন্স |
জাতীয়তা | ফ্লোরেনটাইন |
পেশা | লেখক, কবি, ভাষা তাত্ত্বিক |
মৃত্যু | 14th সেপ্টেম্বর 1321 |
দান্তে আলিঘিয়েরির জন্ম: Dante Alighieri’s Birthday
দান্তে আলিঘিয়েরির (Dante Alighieri) সম্ভবত ১২৬৫ সালে জন্মগ্রহণ করেন।
দান্তে আলিঘিয়েরির পিতামাতা ও জন্মস্থান: Dante Alighieri’s Parents And Birth Place
সম্ভবতঃ ১২৬৫ খ্রিঃ ইতালির ফ্লোরেন্স নগরে জন্মগ্রহণ করেন। সেই যুগে ইতালি ছিল রাজনৈতিক দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। একস্টেটের সঙ্গে আরেক স্টেটের দ্বন্দ্ব লেগেই থাকত। সকলের ওপর রাজার সঙ্গে পােপের দ্বন্দ মাঝে মাঝেই ভয়ানক রূপ নিত।
সেই সময়ে ভেনিস হয়ে উঠেছিল সম্পদে ও শক্তিতে প্রবল প্রতাপশালী। ভেনিসের সম্পদের গরিমা কিংবদন্তির রূপ লাভ করেছিল। ভেনিসের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল ফ্লোরেন্স। এই প্রতিদ্বন্দ্বীতা ছিল সম্পদে, শক্তিতে, শিক্ষায় ও সংস্কৃতিতে সমান রকম।
আরও পড়ুন: জন মিলটন জীবনী
আরও পড়ুন: উইলিয়ম শেক্সপীয়র জীবনী
আরও পড়ুন: হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন জীবনী
আরও পড়ুন: কাউন্ট লেভ নিকোলায়েভিচ টলষ্টয় জীবনী
আরও পড়ুন: মার্ক টোয়েন জীবনী
দান্তের জন্মস্থান ফ্লোরেন্স থেকেই ইউরােপের নবজাগরণের সূত্রপাত হয়েছিল। আর সেই রেনেসাঁর অন্যতম অগ্রবর্তী সেনানী ছিলেন দান্তে। পিতা ছিলেন ফ্লোরেন্সের একজন অভিজাত আইনজীবী। পুত্রকে পরিবারের উপযুক্ত উত্তরাধিকারী করে গড়ে তুলতে তাঁর যত্নের ত্রুটি ছিল না। দান্তে ক্রমেই শিক্ষায় আচারে, আচরণে পরিশীলিত হয়ে উঠতে লাগলেন।
দান্তে আলিঘিয়েরির শিক্ষাজীবন: Dante Alighieri’s Educational Life
দান্তে জন্মগতভাবে পেয়েছিলেন অন্তহীন জিজ্ঞাসা আর সীমাহীন কৌতূহল। সবকিছুর প্রতিই আকর্ষণ অনুভব করতেন তিনি। জানতে চেষ্টা করতেন অন্তৰ্গঢ় রহস্য। অনন্ত রহস্যের আধার প্রকৃতির অপার ঐশ্বর্য আর সৌন্দর্য মুগ্ধ করেছিল তাকে। মনেপ্রাণে তিনি হয়ে উঠেছিলেন সৌন্দর্যের পূজারী।
পিতার সতর্ক ও সযত্ন প্রহরায় মধ্যযুগীয় অশিষ্টতার প্রভাব থেকে অনেকটাই মুক্ত থাকতে পেরেছিলেন দান্তে। গৃহেই তার শিক্ষারম্ভ হয়েছিল ব্রুনেতাে লাতিনি নামের এক শিক্ষকের কাছে।
ব্রুনেতাে ব্যক্তিগত জীবনে উদ্ধৃঙ্খল চরিত্রের মানুষ হলেও তার মধ্যে ছিল নিটোল এক বিজ্ঞান ও সুস্থ সাংস্কৃতিক সত্তা। দান্তে তার সাহচর্যে বাল্যবয়স থেকেই নবজাগরণের স্বপ্ন দেখতে লাগলেন। ফ্রনেতােই কিশাের দান্তের সৌন্দর্যানুরাগী কবিমনকে কল্পনাপ্রবণ ও পরিশীলিত করে তুলতে সাহায্য করেছিলেন।
দান্তে আলিঘিয়েরির ছোটবেলা: Dante Alighieri’s Childhood
মাত্র নয় বছর বয়সেই দান্তে বিয়াত্রিচ নামের আট বছরের এক বালিকাকে অন্তর দিয়ে ভালবাসেন। দুজনের বয়স নিয়ে নানামহলে মত পার্থক্য আছে। তবে এটা জানা যায় যে কবি এই কিশােরী প্রেমিকাকে লােকলজ্জার ভয়ে কখনােই তার অন্তরের কথা জানাতে পারেননি। এই প্রেমের কথা চিরকালই তার অন্তরে গােপন ছিল। দুজনের মিলন কখনােই সম্ভব হয়নি।
দান্তে আলিঘিয়েরির প্রথম জীবন: Dante Alighieri’s Early Life
মাত্ৰচব্বিশ বছর বয়সে বিয়াত্রিচের মৃত হলে কবি গভীর শােকে অভিভূত হন। এই শােকই তাঁর কবি জীবনের মূলে সবচেয়ে বেশি প্রেরণা যােগায়। প্রেমিকা বিয়াত্রিচেরনামকেকবি অমর করে গিয়েছেন তার The DivineComedy আর Vita Noeva তে।
আরও পড়ুন: লিওনার্দো দা ভিঞ্চি জীবনী
আরও পড়ুন: নিকোলাস কোপার্নিকাস জীবনী
আরও পড়ুন: আন্দ্রে ভেসালিয়াস জীবনী
আরও পড়ুন: টাইকো ব্রাহে জীবনী
আরও পড়ুন: গ্যালিলিও গ্যালিলেই জীবনী
দান্তে আলিঘিয়েরির বিবাহ জীবন ও পরিবার: Dante Alighieri’s Marriage Life And Family
ভগ্নহৃদয় কবি অবশ্য যৌবনে বিয়ে করেছিলেন জেম্মা কারসাে দোনাতি নামের এক রূপসী তরুণীকে। দুই পুত্র ও দুই কন্যার জনক হয়েছিলেন তিনি। কিন্তু তার দাম্পত্য জীবন সুখের ছিল না। পরবর্তিকালে কারসাে দেনাতি তার শত্রু হয়ে উঠেছিলেন।
চরম অসহিষ্ণুতার যুগে চিরসহিষ্ণু কবি অবশ্য কখনােই সরাসরি স্ত্রীর নিন্দা করেননি। তবে ইনফারনাে গ্রন্থের একটি চরিত্র সৃষ্টি করেছিলেন নিজের স্ত্রীর আদলে। সেই নারী ছিল হিংস্র মেজাজের।
দান্তে আলিঘিয়েরির কর্ম জীবন: Dante Alighieri’s Work Life
নগর রাষ্ট্রের একজন প্রধান নাগরিক রূপে সেনাবাহিনীতে যােগ দিয়েছিলেন দান্তে। এবং অনিবার্য ভাবেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। ফ্লোরেন্স শহরের রক্ষণা বেক্ষণের দায়িত্ব ছিল দেশের দুটি সংস্থার ওপর। দান্তে তাদের একটি সংস্থার সদস্য ছিলেন। পরে নিজের কর্মদক্ষতায় সংস্থার অধ্যক্ষতা লাভ করেছিলেন।
দুটি রাজনৈতিক দলেরই প্রাধান্য ছিল ফ্লোরেন্সে। একটি হল পােপের পক্ষভুক্ত Guelfs এবং অপরটি সম্রাটের পক্ষভুক্ত গিবেল্লিনেস (Ghibellines)। এই দুই শক্তির দ্বন্দ্বের ফলে ইতালি খন্ড খন্ড হয়ে পড়েছিল।
এই সময়ে অষ্টম পােপ বনিফেস একশ নাইটকে এমন কিছু নাগরিককে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন যাঁরা ছিলেন তার ব্যক্তিগত শত্রু। দান্তে এই নির্দেশকে অযৌক্তিক মনে করে তীব্র বিরােধিতা করেন। তার বিরুদ্ধাচরণের ফলে ফ্লোরেন্সে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। রক্তক্ষয়ী দাঙ্গায় আরনাে নদীর জল রক্তাক্ত হয়ে উঠেছিল।
এই দাঙ্গায় চরমপন্থী Black Guelf দলের জয় সূচিত হলে তারা বিরােধী White Guelf দলের নেতাদের নির্বাসনে পাঠাতে আরম্ভ করল। দান্তের বিরুদ্ধেও মিথ্যা অভিযোেগ এনে তাকে জীবন্ত দগ্ধ করবার আদেশ দেওয়া হল।
বাধ্য হয়ে মাত্র উনিশ বছর বয়সে ১৩০২ খ্রিঃ দান্তেকে অন্যান্য সহকর্মীদের সঙ্গে দেশান্তরে চলে যেতে হয়েছিল। ১৩২০ খ্রিঃ পর্যন্ত তাকে দেশের বাইরে নির্বাসন জীবন কাটাতে হয়েছিল।
আরও পড়ুন: জন ফ্রাঙ্কলিন এন্ডারস জীবনী
আরও পড়ুন: আর্থার কম্পটন জীবনী
আরও পড়ুন: রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট এবং উইলবার রাইট জীবনী
আরও পড়ুন: সিগমুন্ড ফ্রয়েড জীবনী
আরও পড়ুন: শরৎ চন্দ্র পণ্ডিত দাদাঠাকুর জীবনী
এইসময়ে দান্তে লেম্বার্ডি, তাসকানিও রােগনায় হিতৈষীদের আশ্রয়ে কাটিয়েছেন। শােনা যায় তিনি প্যারিসেও এসেছিলেন। ভেরােনায় কবি অবস্থান করেছিলেন লর্ডের পুত্র কান গাঁদ্রে দ্য লাস্কালা – এর আশ্রয়ে। সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন রাভেন্না।
দান্তে আলিঘিয়েরির মৃত্যু: Dante Alighieri’s Death
রাভেন্নার শাসককে দূতের দায়িত্ব দিয়ে ভেনিসে পাঠিয়েছিলেন। দৌত্য ব্যর্থ হওয়ায় তিনি রাভেন্নাতেই ফিরে গিয়েছিলেন। এখানেই কবি মাত্র ছাপ্পান্ন বছর বয়সে ১৩২১ খ্রিঃ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানকার সেন্টফ্রান্সিস গীর্জায় তার দেহ সমাহিত করা হয়।
দান্তে আলিঘিয়েরির রচনা: Written by Dante Alighieri
প্রেমিক, রাজনীতিক ও মানবতাবাদী কবি দান্তে লাতিন ভাষায় কাব্যতত্ত্ব, রাজনীতি, বিজ্ঞান প্রভৃতি বিভিন্ন বিষয়ে গ্রন্থ ও অনেক প্রবন্ধ রচনা করেন। নির্বাসন জীবনে থাকাকালীন সময়েই তিনি তার প্রেরণাদাত্রী বিয়াত্রিচের স্মরণে রচনা করেন দিভিনা কম্মেদিয়া (Divina Commedia) গ্রন্থটি। নরক (Inferno), শােধনভূমি (Purgatoris) এবং স্বর্গ (Paradise) নামক তিনটি খন্ডে এবং শত সর্গে বিভক্ত এই কাব্যে কবি মানুষের মনকে পর্যায়ক্রমে নরক, শােধনভূমি ও স্বর্গের ভেতর দিয়ে নিয়ে গেছেন।
পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত তার এই কাব্য – যাত্রায় নায়িকা হচ্ছেন বিয়াত্রি। বিয়াত্রিচই তাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। সর্বশেষে স্বর্গের দ্বারপ্রান্তে এসে তিনি ফিরে দেখেন, তার পথের সাথী সেই আলােক – প্রতিমা বিয়াত্রিচ আর নেই। কবির অন্তরাত্মা আকুল হয়ে কেঁদে উঠল- বিয়াত্রিচ তুমি কোথায়?
পাশ থেকে একজন উত্তর দিল, দূরে, স্বৰ্গকে ছাড়িয়ে বহুদূরে নতুন এক আলােকলােকে বিয়াত্রিচ তােমারই পথ চেয়ে অপেক্ষা করে রয়েছে। সে সেখানে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে বাস করছে।
কবি নতজানু হয়ে প্রার্থনায় বসেন। এখানেই এই রােমান্টিক মহাকাব্যের পরিসমাপ্তি। পাশ্চাত্য জগতের ধ্রুপদী সাহিত্য ও খ্রিষ্টীয় ঐতিহ্যধারার মিশ্রণে কবি এই গ্রন্থটি রচনা করেন।
দান্তের মৃত্যুর অল্পকালের মধ্যেই তিনি ইতালির শ্রেষ্ঠ মানবরূপে স্বীকৃতিলাভ করেছিলেন। বস্তুতঃ তার রচনা ছিল আধুনিক ও প্রাচীন যুগের মধ্যে সেতু বন্ধন। মৃত্যুর কিছুকাল আগে দান্তে রচনা করেছিলেন দ্যমনাকিয়া, যে গ্রন্থ সমগ্র ইতালি জুড়ে তুলেছিল বিতর্কের ঝড়। এই গ্রন্থে গির্জাধ্যক্ষদের ক্ষমতা হ্রাসের স্পষ্ট ইঙ্গিত ছিল। ফলে স্বাভাবিক ভাবেই এই লেখা তাদের কোপে পড়ল। পােপকে বাধ্য হয়ে তার বিধান ঘােষণা করে বলতে হয়েছিল গির্জাই পার্থিব ও আধ্যাত্ম বিষয়ের অধিকর্তা।
আরও পড়ুন: ফা-হিয়েন জীবনী
আরও পড়ুন: চার্লি চ্যাপলিন জীবনী
আরও পড়ুন: হেলেন কেলার জীবনী
আরও পড়ুন: সক্রেটিস জীবনী
আরও পড়ুন: ভীমরাও রামজি আম্বেদকর জীবনী
পােপের নির্দেশে দ্য মনার্ক নিষিদ্ধ ঘােষিত হয়েছিল। প্রকাশ্যে গ্রন্থটি পুড়িয়ে ফেলা হয়েছিল। গির্জার অধ্যক্ষদের রােষের এখানেই নিবৃত্তি হয়নি। তারা পরিকল্পনা নিয়ে ছিলেন কবর খুঁড়ে দান্তের কঙ্কাল তুলে এনে পুড়িয়ে ফেলা হবে। অবশ্য শেষ পর্যন্ত তারা তা করতে পারেননি। রাভেন্নার জন প্রতিনিধিরা বাধা দিয়ে কবির প্রতি চরম অপমান রােধ করেছিলেন। রাভেন্নার গির্জাধ্যক্ষরা দান্তের কঙ্কালটি গির্জার ভেতরে গােপন করে ফেলেছিলেন।
১৮৮৫ খ্রিঃ দান্তের কঙ্কালটি উদ্ধার করা হয়েছিল। কিন্তু চোয়াল অংশ পাওয়া যায়নি। এই কঙ্কাল একটি অলঙ্কৃত কফিনে রেখে মূল সমাধি ক্ষেত্রে পুনস্থাপিত করা হয়েছিল।