সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে প্রচুর শূন্যপদে নিয়োগ 2023 – District Central Cooperative Bank Recruitment 2023: সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে ৬৩৮ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে প্রচুর শূন্যপদে নিয়োগ 2023 – District Central Cooperative Bank Recruitment 2023
পদের নাম
Officers (different categories)
মোট শূন্যপদ
৬৩৮ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো:
- Computer Programmer
- Financial Analyst
- Marketing Officer
- Internal Auditor
- Internal Inspector
- Office Superintendent
- Branch Inspector
- Branch Manager
- Assistant Chief Supervisor
- Sub Engineer
- Statistical Officer
- Accountant
- Computer Programmer
আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় সিকিউরিটি স্ক্রিনার নিয়োগ
আরও পড়ুন: রাজ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে এগ্রিকালচার ডিপার্টমেন্ট কর্মী নিয়োগ
আরও পড়ুন: রাজ্যে আয়ুষ সমিতিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
আরও পড়ুন: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনে প্রচুর কর্মী নিয়োগ
আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে প্রচুর শূন্যপদে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে (B.E/ B.Tech/ CA/ MBA/ Degree) করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স
প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ৯ এপ্রিল, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন
পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৯,৩০০/- টাকা থেকে ১,৩৫,১০০/- টাকা।
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা, Gen/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা এবং SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Online -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ
৯ এপ্রিল, ২০২৩
পরিক্ষা কেন্দ্র
Bhopal, Indore, Gwalior, Jabalpur, Ujjain (Madhya Pradesh)
নিয়োগ স্থান
মধ্যপ্রদেশের রাজ্যের ৩৫ টি জেলার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে নিয়োগ করা হবে।
Important Link
Official Notification: Download Now
Apply Now: Click Here