[ad_1]
বাঁকুড়া জেলার ডিএম অফিসের তরফে Bankura DM Office Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। জেলার শিশু সুরক্ষা দপ্তরে কাউন্সিলর পদে নিয়োগ করা হবে।
District Child Protection Unit Recruitment 2022 Bankura -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
Bankura District Magistrate Recruitment 2022 -এ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। ইতিমধ্যেই 28/09/2022 তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে।
Bankura DCPU Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
Counsellor
মোট শূন্যপদ-
01 টি
মাসিক বেতন-
15,400/- টাকা
- আবেদন শুরু- 28/09/2022
- আবেদন শেষ- 21/10/2022
বয়সসীমা-
আবেদনকারীর বয়স 01/01/2022 অনুযায়ী 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে।
আবশ্যিক যোগ্যতা-
- এই পদে আবেদনের জন্য সোশ্যাল ওয়ার্ক/সাইকোলজি/সোশিওলজিতে স্নাতক হতে হবে।
- অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে।
- কমপক্ষে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ পদ্ধতি-
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- নীচের লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
- নির্ভুলভাবে অবেদন ফর্মটি পূরণ করতে হবে।
- নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- সবকিছু পুনরায় মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 21/10/2022 (5:30 PM)
প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- কম্পিউটার সার্টিফিকেট
- বসবাসের প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- অন্যান্য নথিপত্র
Important Links
- Official Notification: Download Now
- Apply Online: Apply Now
- Official Website: Click Here
[ad_2]