ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

শিক্ষাগত যোগ্যতা এবং মেধার উপর ভিত্তি করে রাজ্যে শিক্ষক নিয়োগ হয়েছে দাবি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

আগামী ৫ বছরে ১.৫ কোটি মানুষের কর্মসংস্থানে সুযোগ করে দিতে আশাবাদী রাজ্য সরকার বাজেটে ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের
আগামী ৫ বছরে ১.৫ কোটি মানুষের কর্মসংস্থানে সুযোগ করে দিতে আশাবাদী রাজ্য সরকার বাজেটে ঘোষণা পার্থ চট্টোপাধ্যায়ের

Bengaliportal: টেট পরীক্ষা এবং নিয়োগ দুর্নীতি নিয়ে মত জাহির করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানালেন নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি। একই সঙ্গে বললেন, টেট পরীক্ষা কোনও নিয়োগ পরীক্ষা নয়।

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে নানান বার বিতর্কের মধ্যে পড়তে হয়েছে রাজ্যকে। সেই নিয়ে বলতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মোটেই আটবার প্রশ্ন ফাঁস হয়নি। কেবল একবারই একটা গন্ডগােল ঘটেছিল। একটা কথা মনে রাখতে হবে, এখনকার আইটি যুগে নানান ঘটনা ঘটে। সেগুলাে প্রকাশ আসে। এখন প্রশ্ন ফাঁস হওয়া প্রায় নিত্যনৈমত্তিক ঘটনা। আগেও হয়তাে হয়েছে। প্রচার হত না। সঙ্গে সঙ্গে ধরা পড়েনি। আগেও ফাঁস হয়েছে। সুতরাং, এটা চ্যালেঞ্জে। আর চ্যালেঞ্জ না থাকলে সুযােগের ব্যবহার হয় না।’

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শিক্ষার উন্নতি বিষয় নিয়ে পার্থ বলেন, ‘রাজ্যে শিক্ষার গণতন্ত্রিকরণ অনেক বেশি হয়েছে। শিক্ষা, যোগ্যতা এবং মেধা দিয়ে বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে। শিক্ষাকে বাস্তবমুখী করা হয়েছে। সিলেবাস পরিবর্তন করা হয়েছে, যেটা আজকের যুগের সঙ্গে খুবই উপযুক্ত। কিছু অকৃতকার্য লােকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, নিজেদের অকৃতকার্যকারিতা ঢেকে রাখার জন্য। সেটাকেই আপনারা বিতর্ক বলছেন। আমি তেমনটা ভাবি না। আমি এসবের মােকাবিলা করতে জানি।’

টেট পরীক্ষা নিয়ে তিনি বলেন, ‘টেট কোনও চাকরি নয়, এলিজিবিলিটি। গ্রাজুয়েট হওয়া মানেই তো চাকরি হচ্ছে না। কেন্দ্র তো বছরে দু’বার টেট পরীক্ষার ব্যবস্থা কবে। কিন্তু তাতে তো চাকরি হচ্ছে না। অকারণে আমরা এই ঘটনাটাকে প্রচার করছি। আগে তো জেলার নেতারা বসে বসে ঠিক করে দিতেন, কে কোথায় চাকরি পাবে। জাস্ট এইট, মাধ্যমিক পাস শিক্ষক।’

Leave a Reply