[ad_1]
বলিউডে কেরিয়ারের শুরুতে এষা গুপ্তা (Esha Gupta) স্বচ্ছন্দ ছিলেন না ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে। কিন্তু দশ বছর বলিউডে কাটানোর পর প্রকাশ ঝা (Prakash Jha) নির্মিত ওয়েব সিরিজ ‘আশ্রম 3’-তে অন্তরঙ্গ দৃশ্যে এষার অভিনয় সকলকে তাক লাগিয়ে দিয়েছে। এমনকি তাঁর কো-স্টার ববি দেওল (Bobby Deol)-কে এই ধরনের দৃশ্যে অভিনয়ের সময় সহজ করে তুলেছিলেন এষাই।
এষা তাঁর দশ বছরের কেরিয়ারে বলিউডে যথেষ্ট কম ফিল্মে অভিনয় করলেও যথেষ্ট ফিটনেস সচেতন। এই কারণেই তিনি মারকাটারি ফিগারের অধিকারী। ইন্সটাগ্রামে প্রায়ই নিজের বিভিন্ন ছবি শেয়ার করেছেন এষা। সাম্প্রতিক কালে কমলা রঙের বিকিনিতে তাঁর ভিডিও প্রশংসিত হয়েছে। বিকিনি ফিগারের যথার্থ অধিকারী এষা। তাঁর শেয়ার করা ভিডিওতে সমুদ্রের পাড়ে সাদা বালিতে তাঁকে প্রকৃতি উপভোগ করতে দেখা যাচ্ছে কমলা বিকিনি পরে।
[ad_2]