ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মুর্শিদাবাদের সভা থেকে কৃ্ষ্ণ নাম করে বিরুদ্ধে সুর চড়ালেন মমতা

মুর্শিদাবাদের সভা থেকে কৃ্ষ্ণ নাম করে বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
মুর্শিদাবাদের সভা থেকে কৃ্ষ্ণ নাম করে বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
Rate this post

Bengaliportal: মুর্শিদাবাদের সভা থেকে ফের বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আত্মবিশ্বাসী কন্ঠে বললেন, তৃণমূলই আবার বাংলার দায়িত্ব নেবে। বিজেপিকে পালটা দিতে স্লোগান তুললেন, “হরে কৃষ্ণ হরে হরে, তৃণমূল আবার ঘরে ঘরে।”

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদে জনসভা করেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে চাঁচাছোলা ভাষায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন তিনি। বলেন, “কেউ কোনওদিন শুনেছেন প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলেন? মোদিজি বাংলায় এসে বলছেন, সরকারি কর্মচারীরা নাকি বেতন পাচ্ছেন না। যা একদম মিথ্যে কথা। দিনের পর উনি এই মিথ্যে অভিযোগ করে চলেছেন।” এরপরই তিনি বলেন, দেশের মানুষ বুঝতে পারছেন, বিজেপিকে ভোট দিয়ে তাঁরা কত বড় ভুল করেছেন। গেরুয়া শিবিরের নেতাদের কটাক্ষ করে এদিন মমতা বলেন, “ওনারা বাংলা দখলের চেষ্টা করছে, অথচ বাংলার মনীষীদের নাম জানে না। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায় তা জানে না। বাংলার মানুষ ওদের কোনওদিন গ্রহণ করবেন না। বাংলার শিকড় না জেনে বাংলা দখল চেষ্টা ব্যর্থ হবেই।”

এদিনের সভা থেকে দলত্যাগী নেতাদেরও তোপ দাগেন মু্খ্যমন্ত্রী। বলেন, “যাঁরা দল ছেড়েছেন, ভাল করেছেন, সঙ্গে থেকে বেইমানি না করে চলে গিয়েছে।” একই সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়াদের বিশেষ বিমানে দিল্লি নিয়ে যাওয়া প্রসঙ্গে বিজেপি সরকারকে বিঁধে বলেন, “চোর-ডাকাতদের বিশেষ বিমানে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য কিছু করেনি কেন্দ্র।”

Leave a Reply