জিপি বিড়লা স্কলারশিপ 2022: পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের জন্য দুর্দান্ত একটি স্কলারশিপ। যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপের আবেদন করতে পারবেন। টাকার পরিমাণ, আবেদন পদ্ধতি, স্কলারশিপের নাম সহ বিস্তারিত রইলো আজকের প্রতিবেদন।
জিপি বিড়লা স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি – GP Birla Scholarship 2022
বিষয় | বিবরণ |
---|---|
স্কলারশিপের নাম | GP Birla Scholarship |
পরিচালনায় | GP Birla Foundation |
প্রযোজ্য | উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রী |
স্কলারশিপের সংখ্যা | ১০০ |
পরীক্ষার শতকরা নম্বর | ৮০% (রাজ্যের বোর্ড) ৮৫% (কেন্দ্রের বোর্ড) |
আবেদন শুরু | জুলাই |
আবেদনের শেষ তারিখ | সেপ্টেম্বর |
স্কলারশিপের পরিমান | ৫০,০০০ টাকা |
আবেদনের মাধ্যম | অফলাইন |
ওয়েবসাইট | gpbirlaedufoundation.com |
G.P Birla Scholarship 2022 – জিপি বিড়লা স্কলারশিপ 2022
স্কলারশিপের নাম: G.P Birla Scholarship 2022
প্রদানকারী প্রতিষ্ঠান: G.P Birla Foundation
টাকার পরিমান: এই স্কলারশিপের আবেদনকারী প্রার্থীরা প্রতি বছর সর্বোচ্চ ৫০,০০০/- টাকা পর্যন্ত পেতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট: gpbirlaedufoundation.com
আরও পড়ুনঃ নবান্ন স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি
জিপি বিড়লা স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি
G.P Birla Scholarship -এ আবেদন করতে পারবেন অনলাইন ও অফলাইনের মাধ্যমে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন। এবং অফলাইনে আবেদনকারীদের ক্ষেত্রে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি জুড়ে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
জিপি বিড়লা স্কলারশিপ 2022 আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ৮০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকা ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য। সঙ্গে আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ৩,০০,০০০/- টাকার কম হতে হবে। এবং আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
জিপি বিড়লা স্কলারশিপ 2022 আবেদনপত্র পাঠানোর অফিশিয়াল ঠিকানা
GP Birla Educational Foundation 78, Syed Amir Ali Avenue
Kolkata- 700019 (Landmark. Calcutta Ice Skating Rink)
জিপি বিড়লা স্কলারশিপ 2022 প্রয়োজনীয় ডকুমেন্টস
1. শেষ পরীক্ষার মার্কশীট।
2. মাধ্যমিক পাশের এডমিট কার্ড।
3. ভর্তির রশিদ।
4. স্থায়ী বসবাসকারী সার্টিফিকেট।
5. পারিবারিক আয়ের সার্টিফিকেট।
6. ব্যাংকের পাস বই।
7. পাসপোর্ট সাইজের কালার ছবি।
8. কাস্ট সার্টিফিকেট।
জিপি বিড়লা স্কলারশিপ 2022 আবেদন শুরু তারিখ
জুলাই, ২০২২। এই স্কলারশিপের আবেদন করার বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বাকি বিস্তারিত তথ্য জানা যাবে।
আরও পড়ুনঃ প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি
আরও পড়ুনঃ আলো স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি
আরও পড়ুনঃ অনন্ত মেরিট স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি