গি দ্য মোপাসাঁ জীবনী: Bengaliportal.com আপনাদের জন্য নিয়ে এসেছে Guy de Maupassant Biography in Bengali. আপনারা যারা গি দ্য মোপাসাঁ সম্পর্কে জানতে আগ্রহী গি দ্য মোপাসাঁ এর জীবনী টি পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।
- গি দ্য মোপাসাঁ কে ছিলেন? Who is Guy de Maupassant?
- গি দ্য মোপাসাঁ জীবনী – Guy de Maupassant Biography in Bengali
- গি দ্য মোপাসাঁ এর জন্ম: Guy de Maupassant’s Birthday
- গি দ্য মোপাসাঁ এর পিতামাতা ও জন্মস্থান: Guy de Maupassant’s Parents And Birth Place
- গি দ্য মোপাসাঁ এর ছোটবেলা: Guy de Maupassant’s Childhood
- গি দ্য মোপাসাঁ এর শিক্ষাজীবন: Guy de Maupassant’s Educational Life
- গি দ্য মোপাসাঁ এর কর্ম জীবন: Guy de Maupassant’s Work Life
- গি দ্য মোপাসাঁ এর রচনা: Written by Guy de Maupassant
- গি দ্য মোপাসাঁ এর মৃত্যু: Guy de Maupassant’s Death
গি দ্য মোপাসাঁ কে ছিলেন? Who is Guy de Maupassant?
গি দ্য মোপাসাঁ (Guy de Maupassant) [৫ আগস্ট ১৮৫০ – ৬ জুলাই ১৮৯৩] একজন বিখ্যাত ফরাসি কবি, গল্পকার ও ঔপন্যাসিক। পূর্ণেন্দু দস্তিদার তার ফরাসি ‘লা গাইলাইস’ এর অন্তর্ভুক্ত নেকলেস গল্পটি অনুবাদ করেন।
মপাসাঁ র সম্পূর্ণ নাম আঁরিরেনি আলবেয়র গী দ্য মপাসাঁ ৷ সংক্ষেপে তার নাম আমরা লিখি, গী দ্য মগাসাঁ ৷ গী দ্য মপাসাঁ – র জীবনকাহিনী বিশাল নয়, কিন্তু বৈচিত্র্যে ভরপুর। আর সে বৈচিত্র্য নৈরাশ্য, হতাশা আর বিষণ্ণতা ছাড়া কিছু নয়। তবে মানসিক দৃঢ়তাই তাকে জীবনপথের বাধা বিঘ্নকে অগ্রাহ্য করে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রেরণা দান করেছে।
গি দ্য মোপাসাঁ জীবনী – Guy de Maupassant Biography in Bengali
নাম | গি দ্য মোপাসাঁ |
জন্ম | 5th আগস্ট 1850 |
পিতা | গ্যুস্তাভ দ্য মোপসঁ |
মাতা | লোর ল্য পোয়াতভাঁ |
জন্মস্থান | নরম্যান্ডি, ফ্রান্স |
জাতীয়তা | ফরাসি |
পেশা | ঔপন্যাসিক, ছোটগল্পকার, কবি |
মৃত্যু | 6th জুলাই 1893 (42 বছর বয়স) |
গি দ্য মোপাসাঁ এর জন্ম: Guy de Maupassant’s Birthday
গি দ্য মোপাসাঁ (Guy de Maupassant) ১৮৫০ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন।
গি দ্য মোপাসাঁ এর পিতামাতা ও জন্মস্থান: Guy de Maupassant’s Parents And Birth Place
সেটা ছিল আঠার শ ‘ পঞ্চাশ খ্রীষ্টাব্দের পাঁচই আগস্ট, ফরাসীর অন্তর্গত নর্মান্ডিতে সেদিন জন্মগ্রহণ করলেন মপাসাঁ। তার বাবা গুস্তাভ দ্য মপসাঁ, আর মায়ের নাম ছিল লরা। গুস্তাভ ছিলেন নর্মান। অতএব মপাসাঁ জন্মসূত্রে ছিলেন নর্মান।
আরও পড়ুন: ডাঃ বিধানচন্দ্র রায় জীবনী
আরও পড়ুন: মার্কো পোলো জীবনী
আরও পড়ুন: ইন্দিরা গান্ধী জীবনী
আরও পড়ুন: রাসবিহারী বসু জীবনী
আরও পড়ুন: মাদার টেরিজা জীবনী
আরও পড়ুন: ভগিনী নিবেদিতা জীবনী
গি দ্য মোপাসাঁ এর ছোটবেলা: Guy de Maupassant’s Childhood
মপাসাঁ – র বারো বছর বয়সকালে তার বাবা – মা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। বাবা – মায়ের বিবাহ বিচ্ছেদের পর বালক মপাসাঁ তার মায়ের সঙ্গে থেকে যান। ফলে তার মা লরা বাবা ও মায়ের উভয় দায়িত্বই ঘাড়ে নিয়ে ছেলেকে মানুষ করে তুলতে থাকেন ৷ মায়ের কাছেই তার বাল্য ও কৈশোরের শিক্ষালাভ হতে থাকে।
গি দ্য মোপাসাঁ এর শিক্ষাজীবন: Guy de Maupassant’s Educational Life
লরা কেবলমাত্র পাঠ্য পুস্তকের গন্ডীর মধ্যেই বালক মপাসাঁ – র পাঠাভ্যাস সীমাবদ্ধ রাখলেন না। ইংরাজ কবি ও সাহিত্যিকদের অনুবাদ গ্রন্থ, বিশেষ করে শেক্সপীয়ারের নাটকগুলির অনুবাদ পড়ে তিনি ছেলেকে শোনান। ফলে ইংরাজি সাহিত্যের প্রতি তাঁর অনুরাগ বাল্য ও কৈশোর থেকে তিলে তিলে বৃদ্ধি পেতে থাকে।
মপাসাঁ – র পক্ষে দীর্ঘদিন ইভেট – এর বিদ্যালয়ে পাঠাভ্যাস করা সম্ভব হ’ল না। রুক্ষ ও উদ্ধত আচরণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কার করে দেন। এখন উপায় ? তাঁর মা ছেলের ভবিষ্যতের ব্যাপারে বড়ই ভাবিত হয়ে পড়লেন। শেষ পর্যন্ত একে – ওকে ধরাধরি করে, বহু কাঠখড় পুড়িয়ে লাউয়েন – এর বিদ্যালয়ে ভর্তি করে দেন। এখান থেকেই তিনি প্রথানুযায়ী পুঁথিগত বিদ্যা সমাপ্ত করেন।
গি দ্য মোপাসাঁ এর কর্ম জীবন: Guy de Maupassant’s Work Life
বিদ্যানুশীলন সমাপ্ত করে কিশোর মপাসাঁ এবার নৌ – বিভাগের করণিকের কাজে যোগদান করেন। কিন্তু এখানে আসায় তাঁর সাহিত্য – সাধনায় ভাটা পড়ল। তা ছাড়া বৈচিত্র্যহীন একঘেয়ে কাজের মধ্যে দিনের পর দিন নিজেকে লিপ্ত রাখায় অচিরেই তাঁর মন হাঁপিয়ে উঠল। অনন্যোপায় হয়ে শেষ পর্যন্ত তিনি চাকুরিতে ইস্তফা দিয়ে আবাব ফিরে এলেন প্যারিসের সে পরিচিত পল্লীতে। এবার তিনি পূর্ণ উদ্যমে গল্প ও উপন্যাস লেখায় নিজেকে সঁপে দিলেন। তার লেখনি সৃষ্টি করতে লাগল একের পর এক বিভিন্ন স্বাদের গল্প।
গি দ্য মোপাসাঁ এর রচনা: Written by Guy de Maupassant
আঠারোশ ‘ আশি খ্রিষ্টাব্দে মপাসাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘Des vers’ প্রকাশিত হয়। তাঁর কাব্যগ্রন্থটির অধিকাংশ কবিতার মধ্যেই জীবনের অশালীন ও কদ দিককে পরিস্ফুট করে তোলা হয়েছে। অজুহাত দেখিয়ে ফবাসী সরকার তাঁর কাব্যগ্রন্থটি বাজেয়াপ্ত করবেন বলে হুমকী দেন। মপাসাঁ এতে এতটুকুও দমলেন না। শেষ পর্যন্ত অবশ্য সেটা বাজেয়াপ্ত হয় নি।
মপাসাঁ – র সাহিত্যচর্চা নিজস্ব পথে, স্বকীয়তা অব্যাহত রেখে এগিয়ে চল্ল। এ সময়েই তিনি প্রখ্যাত ফরাসী ঔপন্যাসিক ফ্লোবেয়র – এর সান্নিধ্য লাভে ধন্য হন। তখনকার দিনে ফরাসী কবি ও সাহিত্যিকদের কাছে তিনি ছিলেন সাহিত্য জগতের একজন দিকপাল।
কৈশোরে মায়ের সাহায্যে শেক্সপীয়র – এর সাহিত্য কর্মের সঙ্গে পরিচয়, তারপর ফ্লোবেয়র – এর লেখার সঙ্গে পরিচয় ও প্রীতি লাভ তার সাহিত্য – সাধনার পাথেয় হয়ে উঠল। সংক্ষেপে বলতে গেলে সাহিত্য – সাধক ফ্লোবেয়র ছিলেন তার সাধনার একমাত্র লক্ষ্য, একমাত্র আদর্শ।
স্বনামধন্য সাহিত্যিক ফ্লোবেয়র – এর কাছে নিয়মিত যাতায়াতের মাধ্যমে তৎকালীন খ্যাতনামা ফরাসী সাহিত্যিক জোলা, দোদে এবং তুর্গেনিভ প্রভৃতির সঙ্গে তাঁর প্রত্যক্ষ পরিচয় ঘটে। ১৮৮০ খ্রীস্টাব্দে জোলা নিজের একটি গল্পসহ কিছু সংখ্যক তরুণ উদীয়মান লেখকদের গল্পের একটি সংকলন গ্রন্থ প্রকাশ করেন। সংকলন গ্রন্থটির নাম দিলেন- ‘Les soire’es de me’ man’ এতে মপাসাঁর ‘Boule de Suif’ নামক গল্পটি স্থান পায়।
সংকলন গ্রন্থটিতে ছাপা মপাসাঁ – র গল্পটি তাকে অচিরেই সাহিত্য – রসিকদের কাছে বিশিষ্ট করে তুলল। আঠারোশ’ আশি থেকে আঠারোশ’ একানব্বই খ্রীষ্টাব্দ এই দশ বছরেই মপাসাঁ বিশ্বের ছোট গল্পকে একশ ’ বছর এগিয়ে দিলেন। কেবলমাত্র ফরাসী দেশের গল্পকাররাই নয়, পৃথিবীর বেশ কয়েকটি দেশের সাহিত্য সাধকরা তাঁর লেখার বিশেষ ভঙ্গী ও আঙ্গিককে অনুসরণ করে গল্প রচনায় ব্রতী হলেন।
আরও পড়ুন: লর্ড জর্জ গর্ডন বায়রন জীবনী
আরও পড়ুন: অস্কার ওয়াইল্ড জীবনী
আরও পড়ুন: সত্যেন্দ্রনাথ বসু জীবনী
আরও পড়ুন: প্রশান্তচন্দ্র মহলানবীশ জীবনী
আরও পড়ুন: মেঘনাদ সাহা ‘র জীবনী
এবার মপাসা – র কয়েকটি গল্প পন্ডিতদের দ্বারা সমাদৃত হওয়ায় তার গল্প বেশ কয়েকটি শ্রেণীর পাঠ্য তালিকায় স্থান পেল। সাহিত্য সৃষ্টি করে কেবলমাত্র খ্যাতি লাভই নয়, তার অর্থাগমও যথেষ্টই হতে লাগল। যে মপাসা একদিন পেটের জ্বালা নেভাতে, অর্থোপার্জনের জন্য যুদ্ধক্ষেত্রে মানুষের বুকের রক্ত ঝরিয়েছেন আজ তিনিই লেখনীর মাধ্যমে অগাধ অর্থের মালিক হলেন। সে আমলের সাহিত্যিকদের কাছে তিনি এক প্রতীকরূপে চিহ্নিত হলেন। সাহিত্য সৃষ্টির মাধ্যমে যে এমন বিপুল অর্থোপার্জন সম্ভব এটা সে যুগের খ্যাতিমান অন্যান্য সাহিত্যিকদের ধ্যান ধারণা বহির্ভূত ছিল। তবে এ অর্থ তিনি সম্পূর্ণ নিজের জন্য বায় করেন নি বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করেও রাখেন নি। প্রতিবেশীদের অভাব অনটন ও দুঃখ – দুর্দশা লাঘবের জন্য তিনি দরাজহাতে অর্থ ব্যয় করতেন। আবার দুস্থ কবি ও সাহিত্যিকরাও তাঁর কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে ধন্য হয়েছেন।
গি দ্য মোপাসাঁ এর মৃত্যু: Guy de Maupassant’s Death
জীবনের শেষের দিকে কঠোর পরিশ্রম ও রাত্রি জাগরণ তাঁর শরীর বরদাস্ত করল না। শারীরিক ব্যাধির কবলে পড়লেন তিনি। দুরারোগ্য উপদংশ ব্যাধি এবার তাঁকে আক্রমণ করে বসল। তখনকার দিনে ইওরোপ মহাদেশে এ – ব্যাধির চিকিৎসা – ব্যবস্থা আবিষ্কৃত হয় নি। ফলে রোগজীবাণু প্রথমে তার শরীরকে নিস্তেজ করে দিতে লাগল। যন্ত্রণাদায়ক ব্যাধির কবল থেকে অব্যাহতি পাবার জন্য বহু প্রখ্যাত চিকিৎসকের শরণাপন্ন হলেন তিনি। না, রোগ নিরাময়ের কোন লক্ষণই দেখা গেল না। উপরন্তু তার শারীরিক ব্যাধির প্রকোপ তার মনের ওপর ক্রিয়া করতে শুরু করল। শরীরের সঙ্গে মন ও অবসাদগ্রস্ত হয়ে পড়ল। দৃষ্টিশক্তি ক্রমেই ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগল। তার মাথার ওপরে প্রতিনিয়ত হতাশার শকুন চক্কর মারতে লাগল। ইতিমধ্যে তাঁর অনুজ উন্মাদদশা প্রাপ্ত হয়ে পাগলা গারদে আশ্রয় নিলেন। কিছুদিনের মধ্যেই তার মৃত্যুও হয়ে গেল। মপাসাঁ আতঙ্কিত হলেন, তাকেও হয়ত মানসিক সুস্থতা হারিয়ে শেষ পর্যন্ত উন্মাদই হয়ে যেতে হবে। ক্রম বর্ধমান মানসিক অস্থিরতা তাকে আত্মহত্যার প্রেরণা জোগাল। তিনি দু’বার আত্মহননের চেষ্টাও করলেন। কিন্তু না, সম্ভব হ’ল না। তার সদা সতর্ক পরিচারক দু’বারই তাঁকে রক্ষা করল। প্রাণে বাঁচানো গেলেও তাঁকে অনুজের মত উন্মাদ আশ্রমে আশ্রয় নেওয়ার হাত থেকে রক্ষা করা গেল না। বদ্ধ উন্মাদ অবস্থায় আশ্রমের চার দেওয়ালে ঘেরা ছোট্ট খুপরির মধ্যে আশ্রয় নিতে হ’ল।
আরও পড়ুন: আলফ্রেদ নোবেল জীবনী
আরও পড়ুন: জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জীবনী
আরও পড়ুন: উইলিয়াম থমসন ব্যারন কেলভিন জীবনী
আরও পড়ুন: বেঞ্জামিন ফ্রাঙ্কলিন জীবনী
আরও পড়ুন: আরমাউয়ার হ্যানসেন জীবনী
আঠারোশ’ তিরানব্বই খ্রিস্টাব্দে, মাত্র তেতাল্লিশ বছর বয়সে দেহমনে জীর্ণ অবসন্ন মপাসাঁ পৃথিবী থেকে চিরবিদায় গ্রহণ করলেন। সাহিত্য – সাধক মপাসাঁ ছিলেন উনিশ শতকের এক বিস্ময়। মাত্র তেতাল্লিশ বছরের জীবনে তিনি বিশ্ব সাহিত্যের দরবারে রীতিমত ঝড় তুলে গেছেন। গবেষকগণ বিচার করবেন, মপাসাঁ আমৃত্যু কিসের সন্ধানে হন্যে হয়ে ছুটেছেন ? একমাত্র নারীদেহকেই কি তিনি মনে প্রাণে চেয়েছেন, নাকি দেহাতিরিক্ত প্রেমের পূজারী ছিলেন তিনি ? যে, যা – ই বলুন না কেন, অভিজাত সমাজে নষ্টামি ও ভন্ডামির মূলে কঠিন কঠোর আঘাত হানা, অবহেলিত নিষ্পেষিত মানুষকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করাই ছিল তার সাহিত্য সৃষ্টির মূল লক্ষ্য। ইতিমধ্যে পৃথিবীতে বহু পরিবর্তনের জোয়ার এসেছে, কবি ও সাহিত্যিকদের চিন্তাধারার আমূল পরিবর্তন এসেছে। আজ, বিংশ শতকের শেষেও মপাসাঁ অসাধারণ জনপ্রিয় লেখক হিসাবে গণ্য হন।
মপাসাঁ সারা জীবনে সাতটি পূর্ণাঙ্গ উপন্যাস এবং প্রায় আড়াইশ’টি ছোটগল্প রচনা করেছেন। পৃথিবী বিখ্যাত সাহিত্যিক টলস্টয়, জোহান বয়ার এবং বিখ্যাত সমালোচক লুকাস তার সাহিত্য সৃষ্টির ভূয়সী প্রশংসা করেছেন।