ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

করোনা পরিস্থিতির জেরে আগামী বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলে নতুন নিয়মে হবে পরীক্ষার মূল্যায়ন ঘোষণা সংসদের

করোনা পরিস্থিতির জেরে আগামী বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলে নতুন নিয়মে হবে পরীক্ষা মূল্যায়ন ঘোষণা সংসদের
করোনা পরিস্থিতির জেরে আগামী বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হলে নতুন নিয়মে হবে পরীক্ষা মূল্যায়ন ঘোষণা সংসদের

Bengaliportal: করোনার কারণে আগামী বছরও লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব না হলে নতুন পদ্ধতিতে হবে মূল্যায়ন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মূল্যায়ন পদ্ধতি আরও স্বচ্ছ করাই লক্ষ্য, জানালেন নব নিযুক্ত পর্ষদ সভাপতি।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

সোমবার সংসদের সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, “এবার একাদশ শ্রেণির পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামী বছরও একই অবস্থা থাকলে উচ্চমাধ্যমিকে কীভাবে মূল্যায়ন হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।” উচ্চমাধ্যমিকের ফলবিভ্রাট নিয়েও এবার বিস্তর অশান্তি হয় রাজ্যে। জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছেন পড়ুয়ারা। পরে সবাইকে পাশ করিয়ে দেওয়া হয়। রিভিউতেও বহু পড়ুয়ার নম্বর বেড়েছে। নতুন সংসদ সভাপতি এদিন জানিয়েছেন, “মূল্যায়ন পদ্ধতি আরও স্বচ্ছ ও আধুনিক হবে।”

উল্লেখ্য, করোনার চাপে চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। আগের ক্লাসে পাওয়া নম্বরের প্রেক্ষিতে মূল্যায়ন করে ফল প্রকাশ হয়েছে। 

Leave a Reply