ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

অনলাইনে গাড়ির RC ডাউনলোড করার সহজ পদ্ধতি

অনলাইনে গাড়ির RC ডাউনলোড করার সহজ পদ্ধতি
Rate this post

[ad_1]

অনলাইনে গাড়ির RC ডাউনলোড করার সহজ পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : যে কোন ধরনের যানবাহন এখন সাধারণ মানুষদের জীবন সঙ্গী হয়ে উঠেছে। তবে এই সকল যানবাহন অর্থাৎ দু’চাকা হোক অথবা চার চাকা, রাস্তায় বের করলেই সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র রাখতে হয়। প্রয়োজনীয় নথিপত্র বলতে চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা RC, ইন্সুরেন্স সহ বিভিন্ন কাগজপত্র।

আগে এই ধরনের কাগজপত্র পাওয়ার জন্য আরটিও অফিসে ঘোরাফেরা করতে হতো। তবে সম্প্রতি চালক এবং গাড়ির মালিকদের সুবিধার্থে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক এই ব্যবস্থা নিয়ে এসেছে অনলাইন মাধ্যমে। এই ব্যবস্থা আসার ফলে এখন গাড়ির মালিক অথবা চালকরা গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাড়িতে বসে অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন।

অনলাইনে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য চালক অথবা গাড়ির মালিককে অবশ্যই গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর এবং গাড়ির ইঞ্জিনের নম্বর জানতে হবে। এগুলি নির্দিষ্ট জায়গায় দিয়ে পূরণ করার পরিপ্রেক্ষিতেই তা ডাউনলোড করা সম্ভব হবে।

অনলাইনে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য যেতে হবে parivahan.gov.in ওয়েবসাইটে। সেখানে থাকা Vehicle Related Service অপশনে ক্লিক করতে হবে। তারপর বেছে নিতে হবে গাড়িটি কোন রাজ্যের রেজিস্ট্রেশন ভুক্ত।

এবার সেখানে গাড়ি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে স্টেট আরটিও বেছে নিতে হবে। এরপর Download Document ট্যাবের নিচে থাকা RC Print অপশনে ক্লিক করতে হবে। তারপর সেখান প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি otp আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের পিডিএফ ডাউনলোড করা যাবে। এর পাশাপাশি ডিজি লকার অ্যাপ থেকেও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করা সম্ভব।

[ad_2]

Leave a Reply