ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

IAF Bharti Recruitment 2022: ক্লাস ১০ এবং ১২ পাশে ভারতীয় বায়ুসেনাতে চাকরির সুযোগ

IAF Bharti Recruitment 2022: ক্লাস ১০ এবং ১২ পাশে ভারতীয় বায়ুসেনাতে চাকরির সুযোগ
IAF Bharti Recruitment 2022: ক্লাস ১০ এবং ১২ পাশে ভারতীয় বায়ুসেনাতে চাকরির সুযোগ

Bengaliportal: ভারতীয় বায়ুসেনাতে Civilian Category -তে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দারুন সুযোগ। ভারতীয় বায়ুসেনা বেশ কয়েকটি পদের জন্যে কর্মী নিয়োগ করবে। বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ, গোরখপুর এবং উত্তরাখন্ডে থাকা এয়ারফোর্স স্টেশন/ইউনিটে গ্রুপ সি-তে এই নিয়োগ হবে। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞাপন পর্যন্ত ভারতীয় বায়ুসেনার তরফে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েকটি পদের জন্যে এই নিয়োগ হবে। ইতিমধ্যে এই পদের জন্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

একাধিক পদের জন্যে নিয়োগ-

বায়ুসেনার তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, কুক, কারপেন্টার, মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্যে এই নিয়োগ করা হবে। এছাড়াই হিন্দি টাইপিস্ট হিসাবেও বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে। তবে হিন্দি টাইপিস্ট পদের জন্যে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। যদিও অন্য পদগুলির জন্যে অফলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানাতে তা পাঠাতে হবে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

জরুরি তথ্য-

ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের আগে অবশ্যই জরুরি তথ্যগুলি ভালো ভাবে পড়ে নিতে হবে। অনলাইনের পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। আবেদনের আগে তথ্যগুলি যাচাই করে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

বেশ কয়েকটি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে। কুক হিসাবে আবেদন করতে হলে আবেদনকারী নুন্যতম ক্লাস ১০ পাশ করতেই হবে। এছাড়াও অন্তত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ক্যাটারিংয়ে ডিপ্লোমা বা এই সংক্রান্ত পড়াশুনা থাকতে হবে আবেদনকারীকে। কারপেন্টার পদের জন্যেও কাজ করতে হলেও আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতেই হবে। হাউস কিপিং স্টাফ, মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে আবেদন করতে হলেও আবেদনকারীকে ক্লাস ১০ পাশ করতেই হবে।

তবে হিন্দি টাইপিস্ট হিসাবে আবেদন করতে হবে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। এছাড়াও হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দ লিখতে জানতেই হবে।

বয়সসীমা-

ভারতীয় বায়ুসেনার এই কাজে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স নুন্যতম ১৮ হতেই হবে। তবে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত এই পদগুলির জন্যে আবেদন করা যাবে।

Leave a Reply