ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রচুর শূন্যপদে নিয়োগ 2023 – IGNOU Junior Assistant cum Typist Recruitment 2023

IGNOU Junior Assistant cum Typist Recruitment 2023
IGNOU Junior Assistant cum Typist Recruitment 2023
Rate this post

ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রচুর শূন্যপদে নিয়োগ 2023 – IGNOU Junior Assistant cum Typist Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন দপ্তরের অধীনে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) -তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রচুর শূন্যপদে নিয়োগ 2023 – IGNOU Junior Assistant cum Typist Recruitment 2023


পদের নাম

Junior Assistant-cum-Typist (JAT)

মোট শূন্যপদ

২০০ টি। (UR- 83, SC- 29, ST- 12, OBC- 55, EWS- 21)

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটারে ইংরেজি ও হিন্দিতে টাইপিং কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

বেতন

পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।

বয়স

প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি

আবেদন ফি বাবদ Unreserved/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- টাকা ও SC/ ST/ Female প্রার্থীদের ক্ষেত্রে ৬০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করতে পারবেন Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ

২০ এপ্রিল, ২০২৩

নিয়োগ পদ্ধতি

প্রার্থীদের CBT Test, Skill Test/ Typing Test -এর মাধ্যমে নিয়োগ করা হবে।

পরিক্ষা কেন্দ্র

পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়ি

Important Link

Official Notification: Download Now
Apply Now: Click Here

Leave a Reply