[ad_1]
২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর আজ ইংল্যান্ডের ওভালে ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। যে ম্যাচে ইংল্যান্ডকে লজ্জা জনক ভাবে হারিয়ে ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে রোহিতরা। তবে ম্যাচের মধ্যেখানে ঘটে যাওয়া একটি হৃদয়বিদারক ঘটনা হৃদয় ভেঙ্গেছে ক্রিকেটপ্রেমীদের। ভারতের জয়ের সাথে সাথে যেমন উল্লাসে ফেটে পড়েছিলেন ক্রিকেটপ্রেমীরা, ঠিক তেমনি গ্যালারিতে বসে থাকা ছোট্ট একটি মেয়ে রোহিত শর্মার লম্বা ছক্কায় আহত হলে চিন্তার অন্ত ছিলনা তাদের।
আজ সিরিজের প্রথম ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ভারতের আহবানে ব্যাটিং করতে নেমে জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামিল বিধ্বংসী বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে ইংল্যান্ড। ২৫.২ ওভারে ১১০ রান করে ইংল্যান্ডের ইনিংসের সমাপ্তি হয়। দলের হয়ে সর্বোচ্চ জস বাটলার ৩০ রান সংগ্রহ করেন।
Rohit Sharma Pull shot 🥵🔥 hope so that little girl is fine 🤞 pic.twitter.com/ytdu7q9BWO
— Captain Rohit (@hitman450708) July 12, 2022
১১১ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরু থেকেই সাহসী ব্যাটিং করতে শুরু করেন রোহিত শর্মা। ভারতের ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় শট পিচ বলে পুল শট মারতে গিয়ে ছক্কা মারেন রোহিত। যেটি গিয়ে মাঠের বাইরে বসে থাকা এক ছোট্ট মেয়ের গায়ে লাগে। বলের আঘাতে ছোট্ট সেই মেয়েটি আহত হয়। এই ঘটনার পরে,ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধও থাকে। এরপরেই ইংল্যান্ডের ফিজিও টিম সঙ্গে সঙ্গে মেয়েটিকে দেখতে ছুটে যান এবং তৎক্ষণিক চিকিৎসা শুরু করেন।
সহজ লক্ষ্য মাত্রার জবাবে মাত্র ১৮.৪ ওভারে বিনা উইকেটেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। বল হাতে বুমরাহ প্রথমে ৬ উইকেট নেওয়ার পরে রোহিত শর্মা ৫৮ বলে অপরাজিত ৭৬ রান এবং শিখর ধাওয়ান ৫৪ বলে অপরাজিত ৩১ রান করেন। ফলশ্রুতিতে টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওডিআই সিরিজ ঘরে তোলার খুব কাছে পৌছে গেছে ভারত।
[ad_2]