ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

শত্রুপক্ষের আক্রমণ এড়াতে আরব সাগরে নতুন ডুবো জাহাজ নামাল ভারত

শত্রুপক্ষের আক্রমণ এড়াতে আরব সাগরে নতুন ডুবো জাহাজ নামাল ভারত
শত্রুপক্ষের আক্রমণ এড়াতে আরব সাগরে নতুন ডুবো জাহাজ নামাল ভারত
Rate this post

বেঙ্গলি পোর্টাল: আরব সাগরে নামা নতুন ডুবো জাহাজ চীন সহ শত্রুদের জন্য এমনই বার্তা দিল। উন্নত অ্যাকোস্টিক শোষণ প্রযুক্তির মতো উচ্চতর স্টিলথ বৈশিষ্ট্যযুক্ত, বৃহস্পতিবার দক্ষিণ মুম্বাইয়ের মাঁঝগাও ডক থেকে আনুষ্ঠানিক ভাবে সমুদ্রে নামানো হল অত্যাধুনিক ডুবোজাহাজ।

ডুবো জাহাজ
ডুবো জাহাজ

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

প্রতিরক্ষা শ্রীপদ নায়েকের স্ত্রী বিজয়া ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাবমেরিনটির উদ্বোধন করেন। ফরাসী নৌ প্রতিরক্ষা এবং ডিসিএনএস-এর ডিজাইন করা সাবমেরিনগুলি ভারতীয় নৌবাহিনীর প্রকল্প -৭৫ অংশ হিসাবে তৈরি করা হচ্ছে বলে গিয়েছে।

আরও পড়ুন: মাত্র ৪৪ সেকেন্ডে শত্রুকে পরাস্ত করার রকেট লঞ্চের সফল পরীক্ষণ DRDO-এর

এই সাবমেরিন এর সাহায্যে নিঃশব্দে যেমন শত্রুপক্ষের চলাফেরা অনুসরণ করতে পারে তেমনই মুহুর্তে ধ্বংস করে দিতে পারে শত্রুপক্ষের রণতরীকেও। ভারত মহাসাগরের গভীরে বসবাসকারী এক শিকারি সামুদ্রিক মাছের নামের অনুসরণ করে এই ডুবো জাহাজটির নাম রাখা হয়েছে।

Leave a Reply