ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ফরেস্ট বিভাগে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ 2023 – Indian Council of Forestry Research and Education Group-C and Group-D Recruitment 2023

Indian Council of Forestry Research and Education Group-C and Group-D Recruitment 2023
Indian Council of Forestry Research and Education Group-C and Group-D Recruitment 2023

ফরেস্ট বিভাগে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ 2023: ফরেস্ট বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এন্ড এডুকেশন এর তরফ থেকে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু বেকার চাকরিপ্রার্থীদের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে এটি একটি অন্যতম সুযোগ। 

রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকেই নারী পুরুষ নির্বিশেষে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। এখানে কিভাবে আবেদন করতে হবে, কোন কোন পদে নিয়োগ করা হবে, কত বেতন দেওয়া হবে, শূন্য পদের সংখ্যা কত ইত্যাদি যাবতীয় তথ্য বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ফরেস্ট বিভাগে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ 2023 – Indian Council of Forestry Research and Education Group-C and Group-D Recruitment 2023

নোটিশ নম্বরঃ 1/FRI/GC/2022

নোটিশ প্রকাশের তারিখঃ 09.12.2022

আবেদনের মাধ্যমঃ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

ফরেস্ট বিভাগে গ্রুপ-সি, গ্রুপ-ডি নিয়োগের বিস্তারিত তথ্য (Forestry Group-C, Group-D Recruitment Details)

(1) পদের নামঃ ফিল্ড / ল্যাব টেকনিশিয়ান (Field / Lab Research Technician)

বেতনঃ এই পদের জন্য মাসে পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে 

বয়সসীমাঃ আবেদনকারি প্রার্থীর বয়স 18 বছর থেকে 30 বছররের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মোট শূন্যপদঃ 23 টি    

(2) পদের নামঃ টেকনিশিয়ান মেন্টেনেন্স (Technician Maintenance)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে। 

বয়সসীমাঃ আবেদনকারি প্রার্থীর বয়স 18 বছর 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মোট শূন্যপদঃ 6 টি।

(3) পদের নামঃ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (Technical Assistant)    

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারি প্রার্থীর বয়স 21 বছর 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মোট শূন্যপদঃ 7 টি।

(4) পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) 

বেতনঃ এই পদের জন্য পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারি প্রার্থীর বয়স 18 বছর 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মোট শূন্যপদঃ 5 টি।

(5) পদের নামঃ ফরেস্ট গার্ড (Forest Guard) 

বেতনঃ এই পদের জন্য প্রার্থীদের প্রতিমাসে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারি প্রার্থীর বয়স 18 বছর 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মোট শূন্যপদঃ 2 টি।

(6) পদের নামঃ স্টেনোগ্রাফার গ্রেড 2 ( Steno Grade -2)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারি প্রার্থীর বয়স 18 বছর 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মোট শূন্যপদঃ 1 টি।

(7) পদের নামঃ স্টোন কিপার ( Stone Keeper)

বেতনঃ এই পদের জন্য পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। 

বয়সসীমাঃ আবেদনকারি প্রার্থীর বয়স 18 বছর 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মোট শূন্যপদঃ 2 টি।

(8) পদের নামঃ ড্রাইভার অর্ডিনারি ( Driver Ordinary)  

বেতনঃ এই পদের জন্য পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারি প্রার্থীর বয়স 18 বছর 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মোট শূন্যপদঃ 4 টি।

(9) পদের নামঃ মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

বেতনঃ এই পদের জন্য প্রতিমাসে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে।

বয়সসীমাঃ আবেদনকারি প্রার্থীর বয়স 18 বছর 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের ও OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।

মোট শূন্যপদঃ 22 টি।

আবেদন পদ্ধতি

উপরের উল্লেখ করা সমস্ত পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। তার জন্য কি কি করা লাগবে তা নিচে আলোচনা করা হলো।

(1) প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইটে fri.icfre.gov.in প্রবেশ করতে হবে।

(2) এরপরে দরকারি কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

(3) রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

(4) তারপরে নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।

(5) আবেদনপত্র পূরণ করার সময় সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।  

গুরুত্বপূর্ণ তারিখ
নোটিশ প্রকাশ09.12.2022
আবেদন শুরু20.12.2022
আবেদন শেষ19.01.2023
Important Link
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
অফিসিয়াল নোটিশDownload
আবেদন করুনApply Now

Leave a Reply