ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

করোনা টিকা নিলেই আকর্ষণীয় ছাড় মিলবে বিমানযাত্রায় ঘোষণা ইন্ডিগো বিমান সংস্থার

করোনা টিকা নিলেই আকর্ষণীয় ছাড় মিলবে বিমানযাত্রায় ঘোষণা ইন্ডিগো বিমান সংস্থার
করোনা টিকা নিলেই আকর্ষণীয় ছাড় মিলবে বিমানযাত্রায় ঘোষণা ইন্ডিগো বিমান সংস্থার
Rate this post

Bengaliportal: করোনা টিকা নেওয়ায় আগ্রহ বাড়াতে বিভিন্ন দেশেই নানা ধরনের অফার কিংবা উপহার দেওয়া হচ্ছে। কোথাও বিনামূল্যে অনলাইন গেমিংয়ের অফার পাচ্ছেন সাধারণ মানুষ তো ভ্যাকসিন নিলেই এক চিকিৎসক বিলি করছেন বিয়ার। এবার মারণ ভাইরাস মোকাবিলায় টিকা নিতে ভারতীয়দের উৎসাহী করতে দুর্দান্ত অফার ঘোষণা করল বিমান সংস্থা ইন্ডিগো।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ত্রস্ত দেশবাসী। এমন পরিস্থিতিতে টিকাকরণের গতি বাড়ানোই একমাত্র লক্ষ্য কেন্দ্রের। কিন্তু অনেকেই এখনও টিকা নিতে ইতস্তত করছেন। সেই মনোভাব দূর করতেই অভিনব উদ্যোগ ইন্ডিগোর। জানানো হল, কোভিড-১৯ টিকার একটি অথবা জোড়া ডোজ নেওয়া হয়ে গেলে বিমানযাত্রায় আকর্ষণীয় ছাড় পাবেন সেই যাত্রী।

একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে গুরুগ্রামের বিমান সংস্থাটি জানিয়েছে, বিমানের ন্যূনতম ভাড়ার উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। কেন্দ্রের টিকাকরণ অভিযানকে ত্বরান্বিত করতেই এই উদ্যোগ। আজ, ২৩ জুন থেকেই অফারটি চালু হচ্ছে। প্রথম আন্তর্দেশীয় বিমান সংস্থা হিসেবে অতিমারী আবহে এই বিশেষ অফারটি ঘোষণা করল ইন্ডিগো। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.goindigo.in ওয়েবসাইটে গিয়ে অফারটির বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। 

এমনিতেই বর্তমানে বিমানযাত্রার আগে করোনা রিপোর্ট দেখাতে হয় বিমানবন্দরে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই বিমানে ওঠার অনুমতি মেলে।

Leave a Reply