ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আমতায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বললেন মমতা

আমতায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বললেন মমতা
আমতায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বললেন মমতা

Bengaliportal: বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে সড়কপথে আমতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমতার শেহাগরি এলাকাতেই প্রথম যান তিনি। প্লাবিত এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। 

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

মুখ্যমন্ত্রী প্লাবিত এলাকা পরিদর্শনে যাবেন বলে আগেই স্থির হয়েছিল। আকাশপথে তিন জেলার প্লাবিত এলাকা পরিদর্শনের কথা ছিল তাঁর। তবে বাদ সাধল আবহাওয়া। বুধবার সকাল থেকে কলকাতা-সহ গোটা রাজ্যজুড়ে চলছে প্রবল বৃষ্টি। তার ফলে খানাকুলে হেলিকপ্টার অবতরণে তৈরি হয় জটিলতা। কার্যত বাধ্য হয়েই আকাশপথে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত বাতিল হয়। সড়কপথে আমতার উদ্দেশে পাড়ি দেন তিনি। আমতায় পৌঁছনোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা হয় তাঁর। ফোনালাপে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। ‘ম্যান মেড বন্যা’ বলেই অভিযোগ করেন তিনি। আমতার শেহাগরিতে পৌঁছে ছাতা মাথায় জমা জলে দাঁড়িয়েই কথা বলেন প্লাবন দুর্গতদের সঙ্গে। শোনেন প্লাবিত এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ। ত্রাণসামগ্রীর কোনও অভাব হবে না বলেই আশ্বাস মুখ্যমন্ত্রীর। ডিভিসি’র ছাড়া জলেই উদয়নারায়ণপুরের এমন জলছবি বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসিকে আর জল না ছাড়ার অনুরোধও করেন তিনি। 

Leave a Reply