ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

নেপাল ঘুরতে যেতে চান, সস্তায় আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এলো ভারতীয় রেল

নেপাল ঘুরতে যেতে চান, সস্তায় আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এলো ভারতীয় রেল
Rate this post

[ad_1]

নেপাল ঘুরতে যেতে চান, সস্তায় আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এলো ভারতীয় রেল

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রতিটি নাগরিকই ঘুরতে ভালোবাসেন। তবে তাদের মধ্যে বাঙালিরা যেন একটু এগিয়ে। যে কারণে বাঙ্গালীদের বলা হয়ে থাকে ভ্রমণপিপাসু। এবার এই ভ্রমণপিপাসুদের জন্য সুখবর দিল IRCTC। তাদের তরফ থেকে সস্তায় একটি আকর্ষণীয় প্যাকেজ আনা হয়েছে।

IRCTC সম্প্রতি আকর্ষণীয় যে প্যাকেজটি ঘোষণা করেছে সেই প্যাকেজটি যারা নেপাল ঘুরতে যেতে চান তাদের কাছে অত্যন্ত আনন্দের খবর। ভারত নেপাল রেল পরিষেবা উন্নত হওয়ার কারণে এবার ভারতীয় রেলের তরফ থেকে এই কর্পোরেট সংস্থার হাত ধরে এই প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

নেপাল ভ্রমণের জন্য যে ট্রেনটি দেওয়া হচ্ছে সেই ট্রেনটি আগামী ২৮ আগস্ট হাওড়া থেকে রকসৌলের উদ্দেশ্যে রওনা দেবে। এসি থ্রি টিয়ারে যাত্রীদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই ট্রেনে। এমনকি ট্রেনটি যেখানে দাঁড়াবে সেখান থেকে বাসে করে নেপালের বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর ব্যবস্থা করেছে এই কর্পোরেট সংস্থা। পাশাপাশি থাকছে থ্রি স্টার হোটেল এবং সমস্ত রকম খাবারের ব্যবস্থা। এর ফলে কোন কিছু চিন্তা করতে হবে না ভ্রমণকারীদের।

এই যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে থাকছে ৭ রাত এবং ৮ দিনের ভ্রমণের ব্যবস্থা। চিতোয়ান, পোখরা ও কাঠমাণ্ডুর বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হবে এই প্যাকেজের মাধ্যমে। এই প্যাকেজের জন্য ভ্রমণ পিপাসুদের খরচ করতে হবে মাথাপিছু ২৯,১৯৫ টাকা। irctc-র আনন্দ ঝাঁ জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে নেপালের ব্রডগেজে রেল যোগাযোগের উন্নতি হয়েছে। এরপরেই বাংলার মানুষকে নেপাল ভ্রমণে উদ্বুদ্ধ করতে এই বিশেষ প্যাকেজ তৈরি করেছে সংস্থার।’

এই প্যাকেজ সম্পর্কে যে সকল যাত্রীদের ইন্টারেস্ট রয়েছে এবং যারা নেপাল ঘুরতে যেতে চান তাদের টিকিট বুকিং করতে হবে www.irctctourism.com ওয়েবসাইট থেকে। এর পাশাপাশি যদি কোন রকম সমস্যা অথবা আরও অন্যান্য কোন খুঁটিনাটি প্রশ্ন থাকলে তারা 859590475 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও নিজেদের জিজ্ঞাস্য বিষয় জেনে নিতে পারবেন।

সস্তায় এই প্যাকেজ দেওয়ার পাশাপাশি সবচেয়ে সুবিধার বিষয় হল, এই প্যাকেজের মাধ্যমে যারা ভ্রমণে যাবেন তাদের হোটেল ভাড়া থেকে শুরু করে হোটেলের ব্যবস্থা করা অথবা অন্য কোন কিছু নিয়েই মাথা ব্যথা করতে হবে না। সমস্ত কিছু দায়িত্ব সহকারে পালন করবে আইআরসিটিসি।

[ad_2]

Leave a Reply