Bengaliportal: অজি ব্যাটসম্যানদের দাপটে চতুর্থ দিনে অনেকটাই ব্যাকফুটে টিম ইন্ডিয়া। তবে এর মধ্যেই হাত ঘুরিয়ে দুরন্ত রেকর্ডের মালিক হয়ে গেলেন ইশান্ত শর্মা।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে বাদ পড়েছিলেন দলের এই অভিজ্ঞ পেসার। তবে করোনা পরবর্তী জমানায় দলে যোগ দিয়েই দেশের মাটিতে প্রথম টেস্টে নয়া নজির গড়লেন ইশান্ত। তৃতীয় ভারতীয় পেসার হিসেবে ৩০০টি টেস্ট উইকেটের মালিক হয়ে গেলেন তিনি। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ড্যানিয়েল লরেন্সের উইকেটটি তুলে নিতেই নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলেন তিনি। এর আগে ভারতীয় পেসার হিসেবে কপিল দেব ও জাহির খান এই রেকর্ড গড়েছিলেন।
এই তিন তারকা-সহ মোট ছয় ভারতীয় বোলারের ঝুলিতে রয়েছে তিনশোটি টেস্ট উইকেট। তালিকায় বাকি তিনজন স্পিনার। তাঁরা হলেন হরভজন সিং, অনিল কুম্বলে এবং রবিচন্দ্রন অশ্বিনের নাম।