Bengaliportal: পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবারই আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আরেক দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। সাংবাদিক সম্মেলনে তৃতীয় এবং চতুর্থ দফার ৬৩টি আসনে এদিন প্রার্থীর নাম ঘোষণা করল পদ্মশিবির। জল্পনাকে সত্যি করে ওই তালিকায় রয়েছেন যশ দাশগুপ্ত, পায়েল সরকার-সহ একাধিক তারকার নাম।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
ঘোষণা অনুযায়ী, সদ্য বিজেপিতে যোগ দেওয়া টলিউড অভিনেতা যশ দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে চণ্ডীতলায়। আরেক জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার ভোটে দাঁড়াচ্ছেন বেহালা পূর্ব থেকে। যে আসন থেকে ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয় পেয়েছিলেন বর্তমানে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এই আসনে এবার তৃণমূলের প্রার্থী আবার শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এর পাশাপাশি তনুশ্রী চক্রবর্তী প্রার্থী হচ্ছেন হাওড়ার শ্যামপুর থেকে। অঞ্জনা বসুকে প্রার্থী করা হয়েছে সোনারপুর দক্ষিণ থেকে। এই আসনে তৃণমূলের প্রার্থী লাভলি মৈত্র।
এরপর প্রতিক্রিয়া দিতে গিয়ে তনুশ্রী বলেন, “বিজেপি মানুষের উন্নয়নের কথা বলে। শ্যামপুরে আমার যাতায়াত রয়েছে। মানুষের পরিবারের অংশ হতে চলেছি। বাংলায় ক্ষমতায় আসা উচিত এমন একটি পার্টির, যাঁরা ব্যক্তিবিশেষের রাজনীতি করে না, মনুষ্যত্বের রাজনীতি করে।”