জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জীবনী: Bengaliportal.com আপনাদের জন্য নিয়ে এসেছে James Clerk Maxwell Biography in Bengali. আপনারা যারা জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল সম্পর্কে জানতে আগ্রহী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর জীবনী টি পড়ুন ও জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করুন।
- জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কে ছিলেন? Who is James Clerk Maxwell?
- জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জীবনী – James Clerk Maxwell Biography in Bengali
- জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর জন্ম: James Clerk Maxwell’s Birthday
- জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর পিতামাতা ও জন্মস্থান: James Clerk Maxwell’s Parents And Birth Place
- জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর শিক্ষাজীবন: James Clerk Maxwell’s Educational Life
- জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর কর্ম জীবন: James Clerk Maxwell’s Work Life
- জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর রচনা: Written by James Clerk Maxwell
- জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর মৃত্যু: James Clerk Maxwell’s Death
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কে ছিলেন? Who is James Clerk Maxwell?
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল (১৩ই জুন, ১৮৩১ – ৫ই নভেম্বর, ১৮৭৯) স্কটিশ পদার্থবিজ্ঞানী যিনি তড়িচ্চুম্বকীয় তত্ত্ব আবিষ্কারের জন্য স্মরণীয় হয়ে আছেন। উনবিংশ শতকের বিজ্ঞানী হয়েও বিংশ শতকের বিজ্ঞানের উপর এতো প্রভাব ম্যাক্সওয়েল ছাড়া আর কারো ছিল না। এজন্যই আবিষ্কারের মৌলিকত্বের বিচারে নিউটন ও আইনস্টাইনের সাথে তার নাম উচ্চারিত হয়। ১৯৩১ সালে ম্যাক্সওয়েলের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছিল। সে সময় আইনস্টাইন বলেছিলেন, নিউটনের পর থেকে পদার্থবিজ্ঞান যত বিজ্ঞানীর দেখা পেয়েছে, তার মধ্যে ম্যাক্সওয়েলই সবচেয়ে সফল এবং প্রভাবশালী।
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জীবনী – James Clerk Maxwell Biography in Bengali
নাম | জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল |
জন্ম | 13 জুন 1831 |
পিতা | মিডলবি জন ক্লার্ক ম্যাক্সওয়েল |
মাতা | ফ্রান্সেস ক্যা |
জন্মস্থান | এডিনবার্গ, স্কটল্যান্ড, যুক্তরাজ্য |
জাতীয়তা | স্কটিশ |
পেশা | পদার্থবিজ্ঞানী |
মৃত্যু | 5 নভেম্বর 1879 (বয়স 48) |
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর জন্ম: James Clerk Maxwell’s Birthday
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল ১৮৩১ সালের ১৩ই জুন জন্মগ্রহণ করেন।
তড়িৎ বিজ্ঞানে বিশেষ করে তড়িৎ ও তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্বের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জেমস ক্লার্কম্যাক্সওয়েল স্মরণীয় হয়ে আছেন। তার আবিষ্কৃত সূত্রটি তড়িৎ বিজ্ঞানে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু – সূত্র নামে প্রসিদ্ধ। তড়িৎপ্রবাহের ফলে চুম্বক – শলাকার দিক নির্ণয় করা হয় এই সূত্রের সাহায্যে। ম্যাক্সওয়েল পরীক্ষা দ্বারা প্রমাণ করেন পরিবাহী তারের মধ্য দিয়ে যে দিকে তড়িৎপ্রবাহ চালনা করা হয় চুম্বক শলাকার উত্তর মেরু সেইদিকে বিক্ষিপ্ত হয়।
তড়িৎচুম্বক তরঙ্গতত্ত্ব বিষয়ে ম্যাক্সওয়েলের আবিষ্কারটিকে যুগান্তকারী বলা হয়। তরঙ্গ – তত্ত্ব সম্বন্ধে প্রথম সঠিক ধারণা তিনিই দিয়েছিলেন। তিনিই প্রথম বলেছিলেন, বিদ্যুৎক্ষেত্রে অথবা চুম্বক ক্ষেত্রে সামান্যতম বিশৃঙ্খলা ঘটলেই আলোর গতির সমান একটি তড়িৎচুম্বক তরঙ্গ বেরিয়ে আসে। এই তড়িৎচুম্বকের তরঙ্গের ধর্ম সাধারণ আলোর ধর্মের অনুরূপ।
আরও পড়ুন: লর্ড জর্জ গর্ডন বায়রন জীবনী
আরও পড়ুন: অস্কার ওয়াইল্ড জীবনী
আরও পড়ুন: সত্যেন্দ্রনাথ বসু জীবনী
আরও পড়ুন: প্রশান্তচন্দ্র মহলানবীশ জীবনী
আরও পড়ুন: মেঘনাদ সাহা ‘র জীবনী
আলোকের মত এই তরঙ্গেরও হয় প্রতিফলন, প্রতিসরণ, পোলারাইজেশন প্রভৃতি। আধুনিক বিজ্ঞানের বিকাশের মূলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যার তা হল বেতার তরঙ্গ। আর এই বেতার তরঙ্গ ল্যাবরেটারিতে উৎপাদন করেছিলেন বিজ্ঞানী হেনরিক হাস। ম্যাক্সওয়েলের মতবাদের পরীক্ষা করতে গিয়েই তিনি বেতার তরঙ্গের সন্ধান পেয়েছিলেন। আধুনিক বিজ্ঞানের মূল ধারক বলা হয় তিনটি নিয়মকে। তার প্রথমটি হল নিউটনের গতিবিজ্ঞান ৷
দ্বিতীয়টি ম্যাক্সওয়েলের বিদ্যুৎচুম্বক তরঙ্গতত্ত্ব এবং তৃতীয় নিয়মটি হল অপগতি বিদ্যা। এই নিয়মগুলোর মাধ্যমেই প্রাকৃতিক নিয়মশৃঙ্খলা ব্যাখ্যা করা বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়েছে। বলা বাহুল্য বহু মূল্যবান আবিষ্কারেরও প্রসূতি এই তিনটি নিয়ম। এ থেকেই ম্যাক্সওয়েলের অবদানের মূল্যায়ন করা সম্ভব।
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর পিতামাতা ও জন্মস্থান: James Clerk Maxwell’s Parents And Birth Place
ম্যাক্সওয়েলের জন্ম হয়েছিল ১৮৩১ খ্রিঃ ১৩ ই নভেম্বর এডিনবরায়। তার পিতা ছিলেন একজন আইনজীবী। কিন্তু মনেপ্রাণে তিনি ছিলেন বিজ্ঞানের অনুরাগী ৷ তাই স্বভাবতঃই পুত্রের বিজ্ঞান শিক্ষার যথোপযুক্ত ব্যবস্থা করতে তিনি চেষ্টার ত্রুটি করেননি। নিজেও অবসর সময়ে বসতেন ছেলেকে পড়াতে। ম্যাক্সওয়েল ছিলেন পিতার একমাত্র পুত্র। তাই যথেষ্ট আদরে যত্নেই মানুষ হয়েছিলেন তিনি।
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর শিক্ষাজীবন: James Clerk Maxwell’s Educational Life
তাকে ভর্তি করিয়ে দেওয়া হয়েছিল এডিনবরা আকাদেমিতে। বাল্যকাল থেকেই একটা অদ্ভুত আড়ষ্টতা লক্ষ্য করা গিয়েছিল ম্যাক্সওয়েলের মধ্যে। কারো সঙ্গে তিনি ভালভাবে কথা বলতে পারতেন না। অকারণ লজ্জা সঙ্কোচে কেমন আড়ষ্ট হয়ে যেতেন। স্বভাবের এই দুর্বলতা তার পিতাকে খুবই বিব্রত করে তুলেছিল। সেকারণেই তিনি পুত্রের এই লজ্জা কাটাবার জন্য একটু আগে আগেই ম্যাক্সওয়েলকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন।
কিন্তু ভাল স্কুলে গিয়েও এই লজ্জাভাব দূর হল না তার। পিতা এবারে চিন্তিত হয়ে পড়লেন। অনেক চিন্তাভাবনার পর তিনি ঠিক করলেন পুত্রকে সর্বদা নিজের সঙ্গে রেখে তার সলজ্জভাব কাটাবার চেষ্টা করবেন। তিনি পুত্রকে সঙ্গে করেই আদালতে যেতে লাগলেন। বেড়াতে যাবার সময়, সভাসমিতিতে যোগদানের সময়, বন্ধুদের বাড়িতে যাবার সময়, পুত্রকেও সঙ্গে রাখতে লাগলেন। এভাবে বেশ কিছুদিন কাটল।
বারো – তেরো বছর বয়সে ম্যাক্সওয়েলের লাজুক স্বভাবের কিছুটা পরিবর্তন হল। এইভাবেই স্কুলের পাঠ শেষ হল। কলেজে ভর্তি হলেন ম্যাক্সওয়েল। বিজ্ঞানানুরাগী পিতা তার জন্য একটি সুন্দর গবেষণাগার তৈরি করিয়ে দিলেন। পিতার উৎসাহে উৎসাহিত হলেন ম্যাক্সওয়েল। অল্পদিনের মধ্যেই তিনি পড়াশোনা ও গবেষণায় মেতে উঠলেন। ধীরে ধীরে এবারে প্রতিভার স্ফুরণ ঘটতে লাগল। সহজাত উদ্ভাবনী ক্ষমতাবলে নিজেই কয়েকটি ছোটখাট যন্ত্র নির্মাণ করলেন।
আরও পড়ুন: জোহানেস কেপলার জীবনী
আরও পড়ুন: উইলিয়াম হার্ভে জীবনী
আরও পড়ুন: র্যনে দেকার্ত জীবনী
আরও পড়ুন: জোহানেস গুটেনবার্গ জীবনী
আরও পড়ুন: ইভানজেলিস্তা টরিসেলি জীবনী
তখন তার বয়স মাত্র ষোল। ম্যাক্সওয়েলের পিতা এই যন্ত্রগুলো একদিন তৎকালীন খ্যাতিমান বিজ্ঞানী ফোরবীজকে দেখতে দিলেন। ফোরবীজ ষোলবছরের কিশোরের উদ্ভাবনী প্রতিভা দেখে বিস্মিত হলেন, প্রশংসা করলেন উচ্ছ্বসিতভাবে। পরে সেগুলো পাঠিয়ে দিলেন লন্ডনের রয়েল সোসাইটিতে। সোসাইটি ম্যাক্সওয়েলের প্রশংসা করে সার্টিফিকেট পাঠিয়ে দিলেন।
সতেরো বছর বয়সে ম্যাক্সওয়েল ভর্তি হলেন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষায়তনের গবেষণাগারে তিনি কিছুদিন চুম্বক ও তড়িৎ সম্বন্ধে গবেষণা করলেন। পবে উন্নততর গবেষণার জন্য যোগদান করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ! এখানেই তিনি ১৮৫১ খ্রিঃ আবিষ্কার করেন কর্ক স্ক্রু সূত্রটি। ম্যাক্সওয়েলের প্রতিভা ছিল বহুমুখী। তিনি পদার্থ বিজ্ঞান নিয়ে গবেষণা করলেও জ্যোতির্বিজ্ঞান ও গণিতবিজ্ঞানেও তাঁর সমান দক্ষতা ছিল।
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর কর্ম জীবন: James Clerk Maxwell’s Work Life
১৮৬০ খ্রিঃ কিংস কলেজের আমন্ত্রণে তিনি এখানকার পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যার প্রধান অধ্যপকের পদ গ্রহণ করেন। এই কলেজে অধ্যাপনাকালেই ১৮৬৪ খ্রিঃ ম্যাক্সওয়েল আবিষ্কার করেন তড়িৎ চৌম্বক তরঙ্গতত্ত্ব। গণিতে অসাধারণ ব্যুৎপত্তি থাকার কারণেই তার পক্ষে চৌম্বক তরঙ্গতত্ত্বের ধারণা করা সম্ভব হয়েছিল। পরবর্তীকালে আলোক তরঙ্গের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি সহজ গণিতের পরিবর্তে উচ্চগণিতের ফেক্টর ও ক্যালকুলাস — এই দুই শাখা প্রয়োগ করেছিলেন।
সফল বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি লাভের পর ডাক আসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। কিংস কলেজের কাজ ছেড়ে দিয়ে ম্যাক্সওয়েল যোগদান করে কেমব্রিজে। কিছুকাল জ্যোতির্বিজ্ঞান নিয়েও গবেষণা করেছিলেন তিনি। শনিগ্রহের বলয় সম্পর্কে তার একটি মূল্যবান প্রবন্ধ একসময়ে বিজ্ঞানী মহলে যথেষ্ট আগ্রহের সৃষ্টি করেছিল। এই প্রবন্ধের জন্য তিনি এডামস পুরস্কার লাভ করেছিলেন।
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর রচনা: Written by James Clerk Maxwell
ম্যাক্সওয়েল একাধিক মূল্যবান গ্রন্থও রচনা করেছিলেন, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য গ্রন্থের নাম ট্রিটিজ অন ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি বিখ্যাত গবেষণাগার ক্যাভেন্ডিস ল্যাবরেটারি প্রতিষ্ঠা। তাঁর উদ্যোগ ও তত্ত্বাবধানেই এই গবেষণাগার গড়ে উঠেছিল। দীর্ঘ পরিশ্রমের ফলে অল্প বয়সেই ম্যাক্সওয়েল রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন।
জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল এর মৃত্যু: James Clerk Maxwell’s Death
মাত্র ৪৮ বছর বয়সে ১৮৭৯ খ্রিঃ তিনি মৃত্যুমুখে পতিত হন।
আরও পড়ুন: আলফ্রেদ নোবেল জীবনী
আরও পড়ুন: জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল জীবনী
আরও পড়ুন: উইলিয়াম থমসন ব্যারন কেলভিন জীবনী
আরও পড়ুন: বেঞ্জামিন ফ্রাঙ্কলিন জীবনী
আরও পড়ুন: আরমাউয়ার হ্যানসেন জীবনী