ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দলনেত্রী মমতার কথা অমান্য করে ফের ফেসবুক লাইভে কামারহাটির বিধায়ক মদন মিত্র

দলনেত্রী মমতার কথা অমান্য করে ফের ফেসবুক লাইভে কামারহাটির বিধায়ক মদন মিত্র
দলনেত্রী মমতার কথা অমান্য করে ফের ফেসবুক লাইভে কামারহাটির বিধায়ক মদন মিত্র
Rate this post

Bengaliportal: দলনেত্রী মমতার কথা অমান্য করে ফের ফেসবুক লাইভে কামারহাটির বিধায়ক মদন মিত্র দলনেত্রী তাঁকে ফেসবুক লাইভে ‘সব কথা’ বলতে বারণ করেছেন। দলের বৈঠকে একপ্রকার অন্য নেতাদের সামনেই তিরস্কার করেছেন। কিন্তু তাতেও ‘শিক্ষা’ হল না মদন মিত্রের। দলের বৈঠকের পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই ফের ফেসবুকে হাজির কামারহাটির তৃণমূল বিধায়ক। তবে, এবার কোনও দাবি বা মজার ছলে নয়, মদন মিত্রকে এদিন বেশ কিছু অভিযোগ, অনুযোগ করতে শোনা গেল। কথার ভাবে বুঝিয়ে দিলেন, দলনেত্রী যেভাবে তাঁকে তিরস্কার করেছেন তাতে তিনি খুশি নন। সায়ন্তিকাদের মতো নবাগতরা পদ পাওয়া সত্ত্বেও তিনি যেভাবে ব্রাত্য থেকে গিয়েছেন, তাতেও তিনি খুশি নন।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এদিন ফেসবুক লাইভে মদন মিত্র অনুযোগের সুরে জানিয়ে দিলেন, আর সেই মদনকে পাওয়া যাবে না, যাকে কথায় কথায় পাওয়া যেত। কারণ, “দিদির কাছে মদন মিত্রের ফেসবুকের থেকে ফেসভ্যালুর দামটা বেশি। কোথাও কোনও দাগ নেই, কাটা, ছেঁড়ার দাগ নেই।” মদনের দাবি দিদি তাঁকে ফেসবুক নিয়ে কিছু বলেননি। তবে, সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্যরা বলেছেন ফেসবুক লাইভের মান উন্নত করতে। কারণ এটা অনেক লোকে দেখে। কামারহাটির বিধায়ক বলছেন, ঠিক এই কারণেই তাঁকে আগামিকাল থেকে আর পুরনো অবতারে দেখা যাবে না। অর্থাৎ, দলের নির্দেশেই আগামী দিনে আরও সতর্ক হবেন তিনি।

Leave a Reply