ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভরা বসন্তে দেবের বিরহে কাতর রুক্মীণি

ভরা বসন্তে দেবের বিরহে কাতর রুক্মীণি
ভরা বসন্তে দেবের বিরহে কাতর রুক্মীণি

Bengaliportal: এখন ভরা বসন্ত। এমন সময় একজন রোদে পুড়ে জেলায় জেলায় প্রচার করছেন, অন্যজন সুদূর মুম্বইয়ে প্রথম বলিউড ছবির প্রচার করছেন। একেবারে ‘লম্বি জুদাই…’। দেবের বিরহে কাতর রুক্মীণি মৈত্র। নিজের এই বিষন্নতা জাহির করেছেন টুইটারে। নিজের ছবি পোস্ট করে লিখেছেন, “কতদিন দেখিনি তোমায়!” প্রচারের ব্যস্ততার মাঝেও রুক্মিণীর এই বিষন্নতায় ভরা পোস্ট নজর এড়ায়নি দেবের। উত্তর দিতে বেশি সময় নেননি টলিপাড়ার তারকা। রুক্মিণীকে ট্যাগ করেই লিখেছেন, “আমারও একই অবস্থা… তাড়াতাড়ি ফিরে এস।”

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

রুক্মিণীর এই পোস্টে কমেন্ট করেছেন প্রযোজক মহেন্দ্র সোনিও। রুক্মিণীকে ট্যাগ করে দেবের ছবি আপলোড করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন “এই নাও।”

Leave a Reply