নিজস্ব প্রতিনিধি: যশ ঝরে আক্রান্ত ৪০০ পরিবারকে ত্রাণ দিলো সরসুনা ক্ষণিক মিলন ক্লাব। ক্ষণিক মিলন ক্লাব টি ১৯৬৪ সালে স্থাপিত। প্রতি বছর এই ক্লাব এর তরফ থেকে ক্লাব এর মেম্বার দের উদ্যোগে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করা হয়ে থাকে। করোনা পরিস্থিতেও এই ক্লাব দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে।
তেমনই এইবার দক্ষিণ ২৪ পরগনার ঈশ্বরীপুর এর যশ ঝরে ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের পাশে দাঁড়ালো ক্ষণিক মিলন ক্লাব। মূলত ১০ জুন ক্লাব এর মেম্বাররা ত্রাণ দেওয়ার পরিকল্পনা করেন।
আরও পড়ুন: রাত ৯টার পর বাইরে বেরোলেই জরিমানার নির্দেশ নবান্নের
এই পরিকল্পনা কে বাস্তবায়িত করতে সারা সরসুনা সহ বিদেশ থেকেও আর্থিক সাহায্য পেয়েছেন ক্ষণিক মিলন এবং সমস্ত কিছু নিয়ে ক্ষণিক মিলন এর ৩৮ জন মেম্বার যথা সময়ে পৌঁছে গিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ঈশ্বরীপুরের ৪০০ পরিবারের কাছে। সূত্রের খবর ক্ষণিক মিলন ক্লাব এর পক্ষ থেকে এই ত্রাণ পেয়ে ঈশ্বরীপুর এর মানুষেরা খুবই উপকৃত হয়েছেন।