কলকাতা পৌরসভায় ইন্টারভিউর মাধ্যমে চাকরি আবেদন করুন – KMC Health Department Recruitment 2023: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে CMHO Kolkata Recruitment 2023 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে মোট 30টি শূন্যপদে কলকাতা পৌরসভাতে স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে।
KMC Staff Nurse Vacancy 2023 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নিজে হাতেও আবেদনপত্র জমা দেওয়া যাবে। নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে হবে। রেজিস্ট্রার পোস্ট, স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহন করা হবে না। 09/03/2023 তারিখ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। নীচে আবেদন ফর্ম ডাউনলোড করার অফিশিয়াল লিঙ্ক দেওয়া হয়েছে।
KMC Staff Nurse Recruitment 2023 -এ নিয়োগ করা হবে ভারত সরকারের ন্যাশনাল আরবান হেলফ মিশনের আওতায়। উক্ত পদগুলোতে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। কোনো লিখিত পরীক্ষা হবে না। শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে।
KMC Health Department Recruitment 2023 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
কলকাতা পৌরসভায় ইন্টারভিউর মাধ্যমে চাকরি আবেদন করুন – KMC Health Department Recruitment 2023
পদের নাম
Staff Nurse
মোট শূন্যপদ
সবমিলিয়ে মোট 30 টি শূন্যপদ আছে।
মাসিক বেতন
প্রতি মাসে 25,000/- টাকা বেতন দেওয়া হবে।
আবেদন শুরু- 09/03/2023
আবেদন শেষ- 15/03/2023
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য 01/01/2023 অনুযায়ী 40 বছরের কম বয়স হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে।
আবশ্যিক যোগ্যতা
- আবেদনকারীকে GNM অথবা B.Sc নার্সিং কোর্স করা থাকতে হবে।
- অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।
- বাংলা ভাষায় যথেষ্ট দক্ষ হতে হবে।
- আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য
উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি
- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে।
- নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
- প্রথমে নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
- নোটশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
- সঠিক সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
Chief Municipal Health Officer, Kolkata Municipal Corporation, Room no 254, 2nd floor, CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata – 700013
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অফলাইনে আবেদন করার শেষ তারিখ 15/03/2023 (4:00 PM)
প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)
- বয়সের প্রমাণপত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জাতিগত শংসাপত্র
- বসবাসের প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজ ছবি
- অন্যান্য নথিপত্র
আবেদনপত্র
Important Links
Official Notification: Download Now
Application Form: Download Now
Official Website: Click Here